Migrant Workers Death News: গাজিয়াবাদে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের!
ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য রায়গঞ্জে। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় চাঞ্চল্য। মৃত ওই যুবকের নাম সঞ্জয় শীল।
ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য রায়গঞ্জে। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় চাঞ্চল্য।ভিনরাজ্যে কাজ করতে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের রায়পুর এলাকায়।মৃত ওই যুবকের নাম সঞ্জয় শীল। শুক্রবার সঞ্জয় স্থানীয় ব্যক্তি রতন বিশ্বাসের সাথে উত্তর প্রদেশের গাজিয়াবাদের বিগনোর এলাকায় কাজের উদ্দেশ্যে যান।সেখান থেকেই সঞ্জয়ের ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের খবর আসে সোমবার। উত্তর প্রদেশ থেকে বাড়ির লোককে একটি ছবি পাঠানো হয়। যেখানে,একটি জলের ট্যাঙ্কের সিঁড়িতে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যাচ্ছে ওই যুবককে।আর এই খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোক।সঞ্জয়ের মায়ের অভিযোগ তার ছেলেকে হত্যা করা হয়েছে। তাদের আরো অভিযোগ, সোমবার সকালে ছেলের ফোন আসে সেখানে বলা হয়, ২৬ হাজার টাকা পাঠানোর জন্য এরপরই ৭ টা নাগাদ ফোন আসে সেখানে বলা হয় সঞ্জয় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।আর এই খবর আসতেই বাড়ির লোকের সন্দেহ দানা বাঁধে।শুক্রবার কাজের জন্য বেরিয়ে সোমবার কিভাবে ওই যুবক আত্মহত্যা করে এই বিষয়ে প্রশ্ন তোলেন সঞ্জয়ের বাড়ির লোক। সঞ্জয়ের মা আরও জানান,তিনি বিজেপি দল করলেও তাঁর ছেলে এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ভোট দিতে বলেন এবং যার সাথে সঞ্জয় উত্তর প্রদেশে কাজ করতে যান তিনিও তৃণমূল করেন।এই থেকে সন্দেহ করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে কোনো ঝামেলার সূত্রপাতের জেরে সঞ্জয়কে উত্তর প্রদেশে নিয়ে গিয়ে খুন করা হয়ে থাকতে পারে। পাশাপাশি উত্তর প্রদেশ থেকে সঞ্জয়ের দেহ নিয়ে আসতে নানা টালবাহানা করায় পরিবারের লোকের সন্দেহ সঞ্জয়কে খুন করা হয়েছে। তবে ছেলের মৃত্যুর জন্য সঠিক তদন্তের দাবি করছেন মৃতের পরিবার।