EV Cars: কেন্দ্রের বড় ঘোষণা পেট্রোল, ডিজেলগাড়ি চলবে না আর
Lithium Reserves in India: জ্বালানির ভাণ্ডার ফুরিয়ে আসছে। চরম সঙ্কট হবে পেট্রোল ও ডিজেলের। বিকল্প জ্বালানির ভাবনা তাই। নিকট ভবিষ্যতে রাস্তায় চলবে শুধু বিকল্প জ্বালানি চালিত গাড়ি। চার্জিং স্টেশন ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি কারখানা তৈরি হবে দেশ জুড়ে। কেন্দ্র চায় ২০৩০ এর মধ্যে দেশে ৮০% ব্যাটারি তৈরি করতে। দেশে লিথিয়ামের খোঁজ পেতেই শুরু হয়েছে উত্তোলনের প্রক্রিয়া।
জ্বালানির ভাণ্ডার ফুরিয়ে আসছে। চরম সঙ্কট হবে পেট্রোল ও ডিজেলের। বিকল্প জ্বালানির ভাবনা তাই। নিকট ভবিষ্যতে রাস্তায় চলবে শুধু বিকল্প জ্বালানি চালিত গাড়ি। চার্জিং স্টেশন ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি কারখানা তৈরি হবে দেশ জুড়ে। সারা দেশে ১৩টি ব্যাটারি কারখানা ও ৫,০০০ চার্জিং স্টেশন গড়ার পরিকল্পনা কেন্দ্রের। এর জন্য ৮,০০০ কোটি টাকার প্যাকেজ দেবে কেন্দ্র। ভারতে ব্যাটারি কারখানা বানালে ইনসেনটিভ পাবে উৎপাদক সংস্থা। ইতিমধ্যে কারখানা তৈরি করছে ওলা ইলেকট্রিক, রাজেশ এক্সপোর্ট ও রিলায়েন্স।
বৈদ্যুতিন গাড়ির ৮৫% যন্ত্রাংশই আমদানি করে ভারত। ২০৩০ এ বিকল্প শক্তিতে দেশ চলতে ভারতের ঘণ্টায় ২৬০ শক্তির ব্যাটারি লাগবে। কেন্দ্র চায় ২০৩০ এর মধ্যে দেশে ৮০% ব্যাটারি তৈরি করতে। দেশে লিথিয়ামের খোঁজ পেতেই শুরু হয়েছে উত্তোলনের প্রক্রিয়া। ২০২৫ এ টাটা গুজরাটে লিথিয়াম আয়ন ব্যাটারি কারখানায় উত্পাদন শুরু হবে। বিকল্প শক্তি চালিত গাড়ি দূষক বিহীন হবে। সৌরশক্তি,জল ও বায়ুর মতো অচিরাচরিত শক্তিকে কাজে লাগানোর দিকেও সচেষ্ট কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি জানান আগামী দিনে প্রতিরক্ষা ও জরুরি কিছু ক্ষেত্রে শুধু চলবে পেট্রো জ্বালানির গাড়ি।