Mosquito Free Iceland: মশামুক্ত দেশ!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 09, 2023 | 8:46 PM

Mosquito: তাই এখানে জল খুব দ্রুত বরফ হয়ে যায়। এই কারণে মশা নেই । তবে এই দেশে মশার মতো দেখতে মিজ পোকা দেখা যায়। এই পোকা কিন্তু মশার মতোই কামড় দেয়।

এই দেশে নেই একটিও মশা । ভাবছেন এ আবার হয় না কি? উত্তর আটলান্টিক মহাসাগরের আইসল্যান্ড দেশে নেই একটিও মশা। এই দেশে প্রায় ১,৩০০ প্রজাতির প্রাণী আছে । কিন্তু কোনও মশার দেখা পাবেন না। তবে স্কটল্যান্ড,গ্রিনল্যান্ড ও ডেনমার্কে অনেক মশা আছে। আইসল্যান্ডে মশা না থাকার কারণ কী জানেন? মশা ডিম পাড়ে জমা স্থির জলে। এই দেশে নেই কোন স্থির জলাশয় । তাই সেখানে মশা ডিম পাড়তে পারে না। এই দেশের তাপমাত্রা খুবই কম থাকে । কখনও আইসল্যান্ডের তাপমাত্রা মাইনাস ৩৮ ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। তাই এখানে জল খুব দ্রুত বরফ হয়ে যায়। এই কারণে মশা নেই । তবে এই দেশে মশার মতো দেখতে মিজ পোকা দেখা যায়। এই পোকা কিন্তু মশার মতোই কামড় দেয়।