Nokia Play 2 Max: আসছে নোকিয়া প্লে টু ম্যাক্স কী কী ফিচার থাকছে এই ফোনে?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 04, 2023 | 9:35 PM

Nokia: ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি, ২৫৬ ও ৫১২ জিবি। নন রিমুভেবল ব্যাটারি ৮০০০ mAh । দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ দেবে এই ফোন। ওয়্যারলেস চার্জিংও করা যাবে এই ফোন। এই ফোনে আছে কোয়াড ক্যামেরা।

আসছে নোকিয়া প্লে টু ম্যাক্স। কী কী ফিচার থাকছে এই ফোনে? ১০, ১২ এবং ১৬ জিবির র‍্যাম আছে এই ফোনে। ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি, ২৫৬ ও ৫১২ জিবি। নন রিমুভেবল ব্যাটারি ৮০০০ mAh । দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ দেবে এই ফোন। ওয়্যারলেস চার্জিংও করা যাবে এই ফোন। এই ফোনে আছে কোয়াড ক্যামেরা। ১০৮ মেগা পিক্সেলের মেন ক্যামেরা। আছে ৩২ ও ১৬ মেগা পিক্সেলের গৌণ ক্যামেরা। ফোনের সামনে থাকবে ২টি ক্যামেরা। ৬৪ মেগা পিক্সেলের গুগল এআই লেন্স। ২০ মেগা পিক্সেলের আরও একটি লেন্স। ফোনটিতে থাকবে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ১১ ওএস। ডিসপ্লেতে থাকবে গোরিলা গ্লাস ৭ এর সুরক্ষা। ২০২৩ এর শেষে ভারতে লঞ্চ হবে এই ফোন। দাম হতে পারে ৩৬,৪০০ টাকা।

Published on: Jul 04, 2023 08:42 PM