Cigarette Butts: সিগারেটের উপকারিতা খুঁজে পেল বিজ্ঞানীরা

rahul Sadhukhan |

Dec 28, 2023 | 3:11 PM

সিগারেটের অপকারিতা নিয়ে তো সবাই জানি। কিন্তু জানেন কী তার উপকারিতা? এমন উপকারিতা রয়েছে সিগারেটে যা শুনলে বেশ অবাক হবেন আপনি

সিগারেট খেলেই বান্ধবী বা স্ত্রীরা চোখ কটমট করে চেয়ে থাকেন। কেন এত সিগারেট?নিজের ক্ষতি করছ বুঝতে পারছ না? কিংবা কখনও কখনও বিরক্ত হয়ে বলে ওঠে, আবার সিগারেট। এবার আপনি বলতেই পারেন, আরে সিগারেট খেয়ে সমাজের উপকারই করছি। ভাবছেন, এসব বাজে কথা বললে আপনারই বিপদ? একেবারেই নয়। সম্প্রতি এক গবেষণায়, যা প্রকাশ পেয়েছে, তা আপনি অবলীলায় বলতেই পারেন। কী সেই তথ্য?

বিশ্বজুড়েই খোঁজ চলছে কার্যকর, পুনর্নবীকরণযোগ্য এবং পরিবেশ-বান্ধব শক্তির। জ্বালানির এমনই এক পরিষ্কার উৎস হল বায়োডিজেল। ভোজ্য ও অ-ভোজ্য তেল, পশুর চর্বি এবং রেস্তোরাঁর বর্জ্য গ্রীসের মতো জৈবিক উপাদান থেকে তৈরি হয় এই বায়োডিজেল। তবে, বায়োডিজেলের দাম অনেকটাই বেশি। তাই, এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই সমস্যার সমাধান হল সিগারেট। আরও নির্দিষ্টভাবে বললে সিগারেটের বাড, অর্থাৎ ধূমপানের পর যে অংশটা ধূমপায়ীরা ফেলে দেন।

এতদিন, সিগারেটের বাটকে পরিবেশ দূষণকারী বলেই বিবেচনা করা হত। তবে কেন আজ সিগারেটকেই বলা হচ্ছে বায়োডিজেলের অন্যতম উৎস?বিজ্ঞানীদের মতে

“আমাদের গবেষণায় আমরা পুনর্ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কাজ করছি। তাই আমরা সবসময় বর্জ্য পদার্থের সন্ধান করি। সিগারেট তিনটি উপাদান দিয়ে তৈরি – তামাক, কাগজ এবং সেলুলোজ অ্যাসিটেট ফাইবার দিয়ে তৈরি একটি ফিল্টার। অনেক সংস্থাই সিগারেটের বাট সংগ্রহ করে। তাই তাদের থেকে এই বর্জ্য পদার্থ সংগ্রহ করাটা সহজ ছিল।”