Soumitrisha Kundu Controversy: বিতর্কের কেন্দ্রবিন্দুতে সৌমিতৃষা কুন্ডু, চলছে আলোচনা

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Dec 27, 2023 | 10:44 PM

ভাইজানের জন্মদিন ৫৮-তে পা দিলেন সলমন খান। মুম্বইয়ে তাঁর অ্য়াপার্টমেন্ট ‘গ্যালাক্সি’তে মধ্যরাত থেকেই শুরু সেলিব্রেশন। ভক্তদের উপচে পড়া ভিড় বাড়ির বাইরে। বিশেষ দিনে রাতভোর পার্টি করলেন টাইগার। উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই মুহূর্তের ছবি। বিস্ফোরক সেলিম সদ্য দ্বিতীয়বার বিবাহ সারলেন সলমন খানের ভাই আরবাজ খান। তবে এই বিয়ের বিষয় নাকি […]

ভাইজানের জন্মদিন
৫৮-তে পা দিলেন সলমন খান। মুম্বইয়ে তাঁর অ্য়াপার্টমেন্ট ‘গ্যালাক্সি’তে মধ্যরাত থেকেই শুরু সেলিব্রেশন। ভক্তদের উপচে পড়া ভিড় বাড়ির বাইরে। বিশেষ দিনে রাতভোর পার্টি করলেন টাইগার। উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই মুহূর্তের ছবি।

বিস্ফোরক সেলিম
সদ্য দ্বিতীয়বার বিবাহ সারলেন সলমন খানের ভাই আরবাজ খান। তবে এই বিয়ের বিষয় নাকি তিনি বাবা সেলিম খানের সঙ্গে কোনও পরামর্শই করেননি। সম্প্রতি এমনই মন্তব্য করলেন সেলিম। শোন মাত্রই নেটপাড়ায় গুঞ্জন: তবে কি বাবার অমতেই এই বিয়ে?

ট্রোলের শিকার অনন্যা
আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে একে-অন্যের সঙ্গে সম্পর্কে রয়েছে বহুদিন। প্রায়শই চর্চায় উঠে আসে এই জুটি। সুযোগ পেলেই একান্তে সময় কাটাতে বেড়িয়ে পড়েন। আবারও ভ্যাকেশন ট্রিপে এই জুটি। ছবি সামনে আসতেই কটাক্ষের ঝড়। নেটিজ়েনদের প্রশ্ন, ‘বিয়ের আগেই হানিমুন?’

আমির-কন্যার বিয়ে
আমির খানের মেয়ে ইরা খান বিয়ে করতে চলেছেন দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরকে। বছর পড়তেই বিয়ের সানাই। ২০২৪ সালের ৩ জানুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহ উৎসব। বিয়ের আগের নানা অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।

চরম ট্রোল্ড আরহান
‘খান পুত্র হয়েও এত ছোট মন’! চরম কটাক্ষের মুখে পড়লেন মালাইকা অরোরা ও আরবাজ খানের ছেলে আরহান খান। ভিক্ষুককে ৩ টাকা দামের বিস্কুট দান করায় তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, “দিলে ভাল কিছু দিন, এভাবে লোককে ছোট করবেন না।”

ঘনিষ্ঠ ভিডিয়ো সামনে
বিগবসের বাড়িতে থাকতে হলে পালন করতে হয় কিছু নিয়ম। যে নিয়মের এতটুকু হেরফের হলে কড়া শাস্তি দেয় বিগবস। সেই নিয়মেরই এবার হল লঙ্ঘন! কম্বলের তলায় ঘনিষ্ঠ অবস্থায় ক্যামেরাবন্দী হলেন ভিকি জৈন ও অঙ্কিতা লোখন্ডে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই চলছে তুমুল সমালোচনা।

শ্রীলেখার বিতর্কিত পোস্ট
কী ঘটেছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের? সকাল-সকাল একটা পোস্ট–আর তাতেই রীতিমতো ঘুম উড়েছে নেটিজেনদের। একটামাত্র লাইন লিখেছেন শ্রীলেখা। লিখেছেন, “2024 will be my last”–যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ২০২৪-ই আমার শেষ! কিন্তু কেন? কী হয়েছে তাঁর? জানতে TV9 বাংলা যোগাযোগ করার চেষ্টা করেছিল তাঁকে। যদিও তাঁর ফোন বেজে গিয়েছে।

অহংকারী সৌমিতৃষা?
ইদানীং বিতর্কের কেন্দ্রবিন্দুতে সৌমিতৃষা কুন্ডু। অভিনেত্রী তন্বী লাহা রায়কে সামাজিক মাধ্যমে আনফলো করে দেওয়া প্রসঙ্গে চলছে জোর তরজা। প্রথম ছবিতেই বড় ব্রেক পেয়ে তিনি কি অহংকারী হয়ে গিয়েছেন? তাঁর উত্তর, “অনেক কষ্ট করে এই জায়গা পেয়েছি। যারা কষ্ট করেন, তাঁরা অহংকারী হন না।”

মামার যত্নে পরম
পরিচালক ঋত্বিক ঘটকের বড় ছেলে SSKM-এর সাইকিয়াট্রি বিভাগে চিকিৎসারত গত ১০ বছর ধরে। সম্পর্কে তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের মামা। পরম একটি পোস্টে মামার বিস্তারিত খবর জানালেন। লিখলেন, প্রতি বছর দুর্গাপুজো, বড়দিন কিংবা নতুন বছর মামার সঙ্গে ডেটিং। এবারও শীতের উৎসবের মরশুমে অভিনেতা তথা পরিচালক পৌঁছে গেলেন SSKM-এ। শেয়ার করলেন ছবি।