Benifits Of Cold Drinks: কোল্ড ড্রিংকে চুমুক! সারবে ক্যানসার?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 30, 2023 | 12:17 PM

কোল্ডড্রিংক খাওয়া শরীরের জন্য ভাল না। কোল্ডড্রিংক খেলে শরীরে একাধিক সমস্যা হতে পারে। চিনের গবেষণায় জানা গিয়েছে,কোল্ডড্রিংক ছেলেদের জন্য ভাল।

কোল্ডড্রিংক খাওয়া শরীরের জন্য ভাল না। কোল্ডড্রিংক খেলে শরীরে একাধিক সমস্যা হতে পারে। চিনের গবেষণায় জানা গিয়েছে,কোল্ডড্রিংক ছেলেদের জন্য ভাল । পুরুষদের ক্যানসার থেকেও রক্ষা করে কোল্ডড্রিংক। চিনের নর্থওয়েস্ট মিনজু বিশ্ববিদ্যালয় এই বিষয়ে গবেষণায় অন্য তথ্য দিয়েছে। সেখানে জানা যায়, সোডার মধ্যে থাকা ক্ষতিকারক রাসায়নিক শরীরের জন্য ভাল না। সেখান থেকে ডায়াবেটিস, আর্থ্রাইটিস, দাঁতের ক্ষয় হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, রোজ কোল্ডড্রিংক খেলে প্রোস্টেটের আকার ভাল থাকে। যাঁদের টেস্টোস্টেরন হরমন কম তৈরি হয়,তাঁদের জন্য কোল্ডড্রিংক ভাল। গবেষকদের দাবি,প্রোস্টেট ক্যানসার থেকেও মুক্তি পাওয়া যায়। কোল্ডড্রিংক রোজ খেলে, এমনকি বীর্যও বেশি পরিমাণে তৈরি হয়। এই গবেষণাটি করা হয় চিনের কিছু ইঁদুরের উপর। দেখা যায় কোল্ডড্রিংক খাওয়ার পর সেই ইঁদুরের টেস্টোস্টেরণের বেড়েছে। তবে এখনও গবেষণা চালিয়ে যেতে হবে।