Gulshan Colony: গুলশন কলোনিতে ‘নিষ্ঠুরতা’ করেছে কমিশন

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 19, 2025 | 12:02 AM

 বৃহস্পতিবার পৌরনিগমের মাসিক অধিবেশনে এদিন বক্তব্য রাখছিলেন মেয়র ফিরহাদ হাকিম। স্বাধীনতা সংগ্রামে বিজেপির কোনও অবদান নেই বলে নিশানা করেন। সেইসময় কাটমানির কথা বলে মেয়রকে কটাক্ষ করেন সজল। যার জবাবে বিজেপি শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ টেনে আনেন ফিরহাদ।

কলকাতা: কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে ধুন্ধুমার পরিস্থিতি। বিতণ্ডায় জড়ালেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও মেয়র ফিরহাদ হাকিম। ‘মিনি পাকিস্তান’ ইস্যু তুলে ধরে ফিরহাদকে নিশানা করলেন সজল। পাল্টা সরব হন মেয়র। উত্তেজনা ছড়ায় পৌরনিগমের অধিবেশনে। কার্যত হাতাহাতি হওয়ার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের কাউন্সিলররা ফিরহাদকে শান্ত করেন।  বৃহস্পতিবার পৌরনিগমের মাসিক অধিবেশনে এদিন বক্তব্য রাখছিলেন মেয়র ফিরহাদ হাকিম। স্বাধীনতা সংগ্রামে বিজেপির কোনও অবদান নেই বলে নিশানা করেন। সেইসময় কাটমানির কথা বলে মেয়রকে কটাক্ষ করেন সজল। যার জবাবে বিজেপি শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ টেনে আনেন ফিরহাদ। মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারির কথা তুলে ধরেন। বিজেপিকে নিশানা করে ফিরহাদ বলেন, “ভারতের সংস্কৃতিকে শেষ করে দিচ্ছে। ভারতের ঐতিহ্যকে শেষ করে দিচ্ছে।”