Corporate Office Leave Structure: বসকে মিথ্যে বলে আর ছুটি নিতে হবে না, জানুন নতুন উপায়…
Corporate Office: বসকে মিথ্যে বলে ওই তরুণী ছুটি নেন তিনিও আরসিবি-র ফ্যান। তিনি মোবাইলে খেলা দেখছিলেন। খেলা দেখতে দেখতেই দেখেন যে অফিসের যে মেয়েটি এমার্জেন্সি বলে ছুটি নিল। সে তো মাঠে বসে। নেহা দ্বিবেদী নামে ওই তরুণীকে তাঁর বস হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে এটা কীরকম এমার্জেন্সি জানতে চান। না তিনি বকাঝকা করেননি। কথোপকথনটা ছিল মজার।
বসকে মিথ্যে বলে কখনও ছুটি নেননি। এমন কর্মী সারা দুনিয়াতেই খুঁজে পাওয়া ভার। এ নিয়ে নানারকম সরস গল্পেরও অভাব নেই। এই তো দিন দশেক আগের কথা। বাড়িতে বিপদ ঘটেছে বলে বেঙ্গালুরুর এক বেসরকারি সংস্থার এক কর্মী ছুটি নেন। ছুটি নিয়ে মাঠে চলে যান আইপিএল দেখতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা দেখতে দেখতে মাঠে তিনি এমন চেঁচাচ্ছিলেন যে ক্যামেরা তাঁকে একাধিকবার ধরে। যে বসকে মিথ্যে বলে ওই তরুণী ছুটি নেন তিনিও আরসিবি-র ফ্যান। তিনি মোবাইলে খেলা দেখছিলেন। খেলা দেখতে দেখতেই দেখেন যে অফিসের যে মেয়েটি এমার্জেন্সি বলে ছুটি নিল। সে তো মাঠে বসে। নেহা দ্বিবেদী নামে ওই তরুণীকে তাঁর বস হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে এটা কীরকম এমার্জেন্সি জানতে চান। না তিনি বকাঝকা করেননি। কথোপকথনটা ছিল মজার। নেহা সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এখনও পর্যন্ত ভিউ ২ লাখ ছাড়িয়ে গেছে। কথাগুলো বললাম কারণ বহু ক্ষেত্রেই অফিসে সত্যি কথা বলে ছুটি চাওয়া যায় না। তাই মিথ্যে বলতেই হয়। যেমন ধরুন শরীর খারাপ বলে আপনি ছুটি চাইতে পারেন। কিন্তু মন খারাপ বলে কি ছুটি চাইতে পারেন। অথচ সত্যিই তো আমাদের নানা কারণে মন খারাপ হয়। আর যাঁরা কখনও না কখনও মন খারাপ নিয়েই অফিস করেছেন। তাঁরা জানেন ব্যাপারটা কতটা কষ্টের। সমস্যাটা বুঝেছেন চিনের ইউ ডংলাই। তিনি ফাত ডংলাই নামে ওদেশের একটা সুপার মার্কেট চেনের মালিক। নিজের সংস্থাতে তিনি স্যাড লিভ চালু করেছেন। ক্যাজুয়াল লিভ। সিক লিভ যেমন আছে তেমনই থাকবে। এর বাইরে কোনও কর্মী বছরে ১০টা স্যাড লিভ নিতে পারবেন। ফাত ডংলাই নামে ওই সুপার মার্কেট চেনের কর্মীরা এমনিতেই সপ্তাহে ২ দিন ছুটি পান। আর রোজ ৮ নয়। ৭ ঘণ্টা কাজ করতে হয়। এসব খবর সারা দুনিয়ার কর্পোরেট মহলেই ছড়িয়ে পড়েছে। সকলেই ইউ ডংলাইয়ের প্রশংসা করছেন। ডংলাইয়ের একটা কথা পড়লাম। আমি ব্যবসা করে খুব খুব বড়লোক হতে চাই না। আমি চাই যে আমার কর্মীরা ভাল থাকুন। ওঁরা ভালো থাকলেই আমার ব্যবসার উন্নতি হবে। সত্যিই প্রশংসা না করে উপায় নেই। মন খারাপ হলে অন্য কোনও কারণ দেখিয়ে ছুটি নিতে হবে না। মন খারাপ বলেই ছুটি নেওয়া যাবে। নিঃসন্দেহে ভালো ব্যাপার। তবে আমার এক কলিগ আমাকে বলল এবার থেকে কেউ যদি পার্টি করতে যাওয়ার জন্য মন খারাপ বলে স্যাড লিভ নিয়ে নেয়। এর উত্তরটা অবশ্য আমার কাছে নেই।
