Surat News: সুরাটে দেশের প্রথম কন্ডোম ভেন্ডিং মেশিন

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 29, 2023 | 8:06 PM

কন্ডোম ভেন্ডিং মেশিন সরাসরি কন্ডোম বিক্রি করে। নিরাপদ যৌনতার জন্য অন্যান্য দেশে পাবলিক রেস্টরুম, স্টেশন, এয়ারপোর্টে কন্ডোম ভেন্ডিং মেশিন থাকে । ১৯২৮ এ কন্ডোম ভেন্ডিং মেশিন আবিষ্কার করে Julius Fromm কোম্পানি। ২০০৯ এ মুম্বইয়েও কন্ডোম ভেন্ডিং মেশিন বসানো হয়। যথাযথ পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি নষ্ট হয়। সে সময় সরকার ২.৫৭ কোটি টাকায় মুম্বইয়ে কন্ডোম ভেন্ডিং মেশিনগুলি ইনস্টল করে

দেশের প্রথম কন্ডোম ভেন্ডিং মেশিন বসল সুরাটে। সুরাটের দাভোলি চার রাস্তায় শ্যাম মেডিক্যালে বসেছে এই মেশিন। সুরাটের এস.এস গান্ধী ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ইঞ্জিনিয়ার তৈরি করেছেন এই মেশিন। দুই ইঞ্জিনিয়ার ভাবিক ভোরা এবং জিগর উনগর ইনস্টল করেছেন মেশিনটি। এই ভেন্ডিং মেশিন থেকে কন্ডোম বের করতে তিনটি ধাপ অবলম্বন করতে হবে। প্রথমে প্রডাক্টটি বাছা, তারপর স্ক্যান করা এবং তারপরে পেমেন্ট। কন্ডোম ভেন্ডিং মেশিন সরাসরি কন্ডোম বিক্রি করে। নিরাপদ যৌনতার জন্য অন্যান্য দেশে পাবলিক রেস্টরুম, স্টেশন, এয়ারপোর্টে কন্ডোম ভেন্ডিং মেশিন থাকে । ১৯২৮ এ কন্ডোম ভেন্ডিং মেশিন আবিষ্কার করে Julius Fromm কোম্পানি। ২০০৯ এ মুম্বইয়েও কন্ডোম ভেন্ডিং মেশিন বসানো হয়। যথাযথ পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি নষ্ট হয়। সে সময় সরকার ২.৫৭ কোটি টাকায় মুম্বইয়ে কন্ডোম ভেন্ডিং মেশিনগুলি ইনস্টল করে।
বিশেষজ্ঞদের মতে, ভুল ইনস্টলেশন সাইট বাছা ও রক্ষণাবেক্ষণের অভাবে মেশিনগুলি খারাপ হয়। ২০০৮ এ দিল্লির কিছু পার্কিং লট, পেট্রল পাম্প, হাসপাতাল, টয়লেট, শপিং মল ও অফিসে কন্ডোম ভেন্ডিং মেশিন বসানো হয়। ২০১১এ কেরালা টেকনোপার্ক ক্যাম্পাসে এইচএলএল লাইফকেয়ার কন্ডোম ভেন্ডিং মেশিন সেটআপ করে । সেখানে প্রায় ৩০,০০০ কর্মী কাজ করতেন । একাধিক বার ওই আইটি পার্কে প্লাম্বারদের কাজে নিয়োগ করা হত। বেশির ভাগ ড্রেন-সহ পাইপের মুখ কন্ডোমে পরিপূর্ণ হয়ে জল চলাচলে বাধা দিত। ২১ কোটিতে দিল্লির ২২,০০০ কন্ডোম ভেন্ডিং মেশিন ইনস্টল করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তীব্র সমালোচনা হয় । মেশিনগুলি বসানোর কয়েক দিনের মধ্যে ১০,০০০ মেশিন হারিয়ে যায় । ১,১০০ মেশিন ভেঙে দেওয়া হয় । সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে viralbhayani নামক একটি হ্যান্ডেল থেকে। প্রচুর মানুষ সেই ভিডিয়ো দেখে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।