WB Panchayat Election 2023: দুই রাজ্যের ভোটার তালিকায় নাম বাম প্রার্থীর
বাংলা-বিহার দুই রাজ্যের ভোটার তালিকায় নাম পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ ব্লকের জেমারী গ্রাম পঞ্চায়েতের বাম প্রার্থীর। অভিযোগ বিধায়ক অগ্নিমিত্রা পলের। এই বিষয় নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।
তৃণমূল প্রার্থীর পর এবার সিপিএম প্রার্থীর বিরুদ্ধে দুই রাজ্যে ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ উঠল। অভিযোগ তুলেছেন আসানসোল দক্ষিনের বিজেপি বিধায়ক অগ্রিমিত্রা পাল। আর এই বিষয়টাকে নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত নির্বাচনের রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগ জানিয়ে লিখেছেন রানীগঞ্জ ব্লকের জেমারী গ্রাম পঞ্চায়েতের ২৪১ নম্বর সংসদের সিপিআইএম প্রার্থী জয়প্রকাশ যাদবের বিহারের ১৬৭ নম্বর এ পার্ট নম্বর ৩০৮ এবং সিরিয়াল নম্বর ৮৫৫ তে নাম রয়েছে। কিভাবে একই ব্যক্তি দুটি রাজ্যে ভোটার তালিকায় নাম থাকতে পারে ? সিপিআইএম প্রার্থীর প্রার্থীপদ খারিজ করার দাবি জানান বিজেপি বিধায়ক। যদিও এই অভিযোগ অস্বীকার করে সিপিআইএম প্রার্থী জয়প্রকাশ যাদব জানান তিনি কখনও বিহারে ভোটার কার্ডের জন্য আবেদন করেননি। কখনও ফটো তুলেননি তিনি। অবৈধভাবে তার নাম ঢুকিয়ে দিয়ে থাকতে পারে কেউ। তিনি জে কে নগর এলাকার স্থায়ী বাসিন্দা। ৫০ বছরের বেশি সময় ধরে এখানে আছেন। প্রসঙ্গত জেমারি গ্রাম পঞ্চায়েতের একই বুথে তৃণমূল প্রার্থী পঙ্কজ কুমার যাদবের বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণ বিধানসভার জেমেরি গ্রাম পঞ্চায়েত এলাকায় একই অভিযোগ উঠল দ্বিতীয়বার। এই গ্রাম পঞ্চায়েতের ২৪১ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পঙ্কজ কুমার যাদব জে কে নগর এলাকায় বসবাস করেন। এখানকার তিনি ভোটার। এবং এই সংসদ থেকেই তিনি ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছেন। কিন্তু পঙ্কজ কুমার যাদবের বিহার রাজ্যের লক্ষীসরাই জেলার ১৬৭ সুরোজগরা কেন্দ্রে পার্ট নম্বর ৩০৯ এবং সিরিয়াল নম্বর ২৭৭ এ নাম রয়েছে। এবার সিপিএম প্রার্থীরও দেখা যাচ্ছে বিহারের লক্ষীসরাইয় জেলার ১৬৭ সুরোজগড়া কেন্দ্রে ভোটার তালিকায় নাম রয়েছে। এই দুই প্রার্থীর বিরুদ্ধেই আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা পাল।