Viral Video: বন্ধুকে দেখেই খাঁচার ভিতরে সারসের ছটফটানি!
সম্প্রতি মহম্মদ আরিফ নামের সেই ব্যক্তিটি পৌঁছে গিয়েছিলেন কানপুর চিড়িয়াখানায়। সারস পাখিটা যেই তাকে একবার দেখে, আনন্দে আটখানা হয়ে খাঁচার মধ্যেই লম্ফঝম্প করতে থাকে। সে এতটাই বেপরোয়া হয়ে ওঠে যে,নিজের ডানাগুলি ছড়িয়ে দিয়ে খাঁচা থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে
সারস পাখিটাকে উদ্ধার করেছিলেন উত্তর প্রদেশের অমেঠির এক বাসিন্দা। সেবা শুশ্রুষা করে তাকে সারিয়েও তুলেছিলেন। তারপর থেকে তিনি যেখানেই যেতেন,পাখিটাও তার সঙ্গে সঙ্গেই যেত সেখানে। তিনি বাইক নিয়ে অমেঠির রাস্তাঘাটে ঘুরতে বেরোলেও পাখিটা তার পিছু ছাড়ত না। কিন্তু নিয়মের গ্যাঁড়াকলে সেই মানুষটার সঙ্গে বন্ধুত্ব ভেঙে যায় সারস পাখিটির। বন দফতর তাকে নিয়ে যায় কানপুর চিড়িয়াখানায়। দুজনের সেই ভিডিয়োটিও ব্যাপক ভাইরাল হয়েছে। সম্প্রতি মহম্মদ আরিফ নামের সেই ব্যক্তিটি পৌঁছে গিয়েছিলেন কানপুর চিড়িয়াখানায়। সারস পাখিটা যেই তাকে একবার দেখে, আনন্দে আটখানা হয়ে খাঁচার মধ্যেই লম্ফঝম্প করতে থাকে। সে এতটাই বেপরোয়া হয়ে ওঠে যে,নিজের ডানাগুলি ছড়িয়ে দিয়ে খাঁচা থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। আরিফও দূর থেকে পাখিটাকে ছটফট করতে দেখছিলেন। সারস পাখিটাকে চিড়িয়াখানায় রাখার কয়েক দিনের মধ্যেই,সে খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিল। চিড়িয়াখানার কর্মকর্তারা দাবি করেছিলেন,’আমরা আশা করছি, সব ঠিক হয়ে যাবে খুব শিগগিরই’। তাঁরা আরও জানিয়েছিলেন যে,’পাখিটাকে জঙ্গলে ছেড়ে দেওয়াই আমাদের লক্ষ্য’।