Loan Scam: লোন প্রতারণায় টার্গেট মহিলারা, এবার নতুন ফাঁদ

rahul Sadhukhan |

Dec 21, 2023 | 6:54 PM

লোনের জন্য প্রতারকদের ফোন। অঅযাপ নামালেই সর্বনাশ। করা হচ্ছে ব্ল্যাকমেল। মূল টার্গেট মহিলারা!

গত ৩ বছর ধরে ভারতে বাড়ছে লোন অ্যাপ স্ক্যাম। সাধারণত মেয়েদের কাছেই লোনের অফার আসে। মোবাইলে অ্যাপ ডাউন লোডের পরে শুরু হয় প্রতারকদের খেলা।

৩ হাজার বা ৫ হাজার টাকার লোনের মায়া করবেন না। যখন অ্যাপ ডাউনলোড করবেন, তখন আপনার আধার কার্ডের সব তথ্য সাইবার অপরাধীদের কাছে পৌঁছে যাবে। এমনকি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার ও তাদের কাছে চলে যাবে। প্যান কার্ডের ছবিও তারা তুলে তুলে নেবে। প্রতারকরা আপনাকে হুমকি দিয়ে টাকা আদায় করার চেষ্টা করবে। আজকালকার দিনে অনেকের এইভাবে টাকা নিয়ে নিয়েছে প্রতারকরা। অনেকে লজ্জা বা ভয়ে কিছু বলতে পারেন না। আপনার ফোনে তিন মিনিটের মধ্যে ফোন যাবে। বলা হবে আপনাকে ৩০০০ টাকা দেওয়া হয়েছে, আপনাকে ৩০০০০ টাকা দিতে হবে। না হলে আপনার সব বিবস্ত্র ছবি ফাঁস করা হবে। আপনার আধার বা প্যান কার্ডের ছবি নিয়ে প্রতারকরা তৈরি করবে নগ্ন ছবি। এইভাবে হুমকি আসতে থাকবে।