Reaction On Mitchell Starc: নাইটরাইডার্সে মিচেল স্টার্ক, কী বলছে কলকাতা?
আইপিএলের নিলামে কেকেআর ছক্কা হাঁকাবে না এ আবার হয় নাকি? আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনে কেকেআর। তবে এই নিয়েই শুরু হয়েছে তরজা। এত টাকা খরচ করে কেন মিচেল স্টার্ককে দলে নেওয়া হল, এই নিয়ে উঠছে প্রশ্ন। জেনে নিন ক্রিকেটপ্রেমীরা কী বলছেন।
আইপিএলের নিলামে কেকেআর ছক্কা হাঁকাবে না এ আবার হয় নাকি? আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনে কেকেআর। তবে এই নিয়েই শুরু হয়েছে তরজা। এত টাকা খরচ করে কেন মিচেল স্টার্ককে দলে নেওয়া হল, এই নিয়ে উঠছে প্রশ্ন। জেনে নিন ক্রিকেটপ্রেমীরা কী বলছেন।
কেউ বলছেন,মিচেল স্টার্ককে দলে নেওয়া ঠিক হয়নি। ৪ ওভার মাত্র বল করবে, তারপর চোট পাবে, আইপিএল থেকে বিদায় নেবে। এর থেকে যদি কোলকাতা নাইট রাইডার্স কোনো ব্যাটসম্যানকে দলে নিলে ভালো হতো। এছাড়াও অনেক ভারতীয় ক্রিকেট প্লেয়ার আছে। তাদের দলে নিলে ভালো হতো এমনটাই বলছেন ক্রিকেট প্রেমীরা। নতুন প্লেয়ারদের সুযোগ দিতেও বলছে অনেক মানুষরা।