DA Hike: আবার বাড়বে ডিএ!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Apr 12, 2023 | 12:23 PM

সম্প্রতি ৪ % হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। জানুয়ারি মাস থেকেই এই বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

সম্প্রতি ৪ % হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। জানুয়ারি মাস থেকেই এই বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আগামী জুলাই মাসে ফের একবার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এবারও ৪ % হারেই ডিএ বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। শ্রম মন্ত্রক জুলাই মাসে ডিএ বৃদ্ধির ফর্মুলা পরিবর্তন করেছে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক মজুরি হার সূচকের একটি নতুন সিরিজ আনছে। ডিএ-র ভিত্তি বছর পরিবর্তন করে ২০১৬ করেছে শ্রম মন্ত্রক। শ্রম মন্ত্রক মজুরি হার সূচকের নয়া সিরিজ কার্যকর করতে পারে। যেখানে বেস ইয়ার হিসেবে ধরা হবে ২০১৬=১০০। এর আগে বেস ইয়ার হিসেবে ধরা হত ১৯৬৩-৬৫ সালকে। বদল আসবে ডিএ গণনার পদ্ধতিতে। ডিএ হিসেবর ফর্মুলা গত ১২ মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর) -১১৫.৭৬)/১১৫.৭৬} X ১০০। বছরে ২ বার ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। একবার জানুয়ারি মাসে ও আরেকবার জুলাইতে। সাম্প্রতিক ডিএ বৃদ্ধির পর বর্তমানে ৪২ % হারে ডিএ দেওয়া হচ্ছে। এই এপ্রিল মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।