BUDGET 2023: ‘আমরাও তো উন্নত জীবনের স্বপ্ন দেখি’, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আবেগঘন চিঠি দিনমজুরের

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jan 12, 2023 | 6:14 PM

দিদি, আপনিই সরকার। আপনি সারা দেশের জন্য এত বড় বাজেট তৈরি করেন… আপনার কাছে কিছুই লুকানো নেই। আমার মত অনেকেই সরকারি পোর্টালে নাম লিখিয়েছেন। এবার বাজেটে কিছু স্থায়ী কাজের ব্যবস্থা করুন…

প্রিয় নির্মলাদি,

নমস্কার,

আমি রোশন কুমার, বিহারের দারভাঙ্গা জেলার বাসিন্দা। আমি এক দিনমজুর। দিল্লির আশেপাশে যেখানে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে আমি সেখানে কাজ করি। আজকাল ঠিকাদার ময়ূর বিহারে একটি বাড়ি নির্মাণের কাজ হাতে নিয়েছে। আজ সকালে আমি বাড়ি থেকে দুপুরের খাবার রুমাল বেঁধে কাজ করতে এসেছি। সাইটে আসার পর আমরা জানতে পারলাম সরকার কাজ বন্ধ করে দিয়েছে। তারা বলছেন, এখানে দূষণ হচ্ছে। যতক্ষণ না সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার না হবে, ততক্ষণ কাজ হবে না, টাকাও পাওয়া যাবে না।

এখন খোদার শ্রমবাজারে এসে বসেছি। আশা করছি যে হয়তো আমি কিছু কাজ পাব.. আমার স্ত্রী সীমা, ঘরের থালা-বাসন মাজে এবং মেঝে মোছে। সে আমাকে দৈনিক মজুরি দিয়ে গ্যাস সিলিন্ডার ভর্তি করতে বলছিলেন। কিন্তু দিদি, আজ আমি আমার দিন মজুরি পেলাম না। তাই এখানে বিল্ডিংয়ের কাছে একটা খবরের কাগজ বিছিয়ে বসে আছি। আমি পড়তে পারি, কিন্তু লিখতে জানি না। মোহিত আমার চিঠি লিখে দিচ্ছে।

দিদি, করোনার পরেও আমার জীবনের সমস্যা কমছে না… মহামারী আমার বৃদ্ধ বাবাকে কেড়ে নিয়েছে..আমার সমস্ত সঞ্চয় চিকিৎসায় ব্যয় হয়ে গেছে এবং লকডাউনের সময় কাজ বন্ধ হয়ে যায়…

গত বছর দিল্লিতে ফিরে আসার পরে, মনে হচ্ছিল আমি আবার সবকিছু শুরু করছি, ঠিক যেমনটি ২০০৪ সালে আমি প্রথম দিল্লিতে এসে করেছিলাম। আমরা যারা দিন আনি দিন খাই তারা প্রতিদিনের উপার্জন ব্যয় করি। যদি দু’দিনের জন্যও রোজগার বন্ধ হয়ে যায়, তাহলে ডাল না সব্জি, এটা ঠিক করাই মুশকিল হয়ে দাঁড়ায়। দিদি আমরা কঠোর পরিশ্রমকে ভয় পাই না, আমরা কেবল আশা করি কাজ যেন বন্ধ না হয়ে যায়।

ঠিকাদারের এক বন্ধু বলেছিল যে আপনি ই-লেবার নামে একটি পোর্টাল তৈরি করেছেন শুধুমাত্র আমাদের মতো লোকদের জন্য। এর থেকে তৈরি কিছু কাজ আয়ের উৎস হয়ে উঠতে পারে। আমিও ইন্টারনেট ক্যাফেতে গিয়ে ১০০ টাকা দিয়ে সীমা ও নিজের নাম সাইটে তুলি। কিন্তু পুরো এক বছর পেরিয়ে গেলেও কিছুই হয়নি।

দিদি, আপনিই সরকার। আপনি সারা দেশের জন্য এত বড় বাজেট তৈরি করেন… আপনার কাছে কিছুই লুকানো নেই। আমার মত অনেকেই সরকারি পোর্টালে নাম লিখিয়েছেন। এবার বাজেটে কিছু স্থায়ী কাজের ব্যবস্থা করুন…

মাঝে মাঝে আমার মনে হয় শহরে NREGA-এর মতো কিছু প্রকল্প আসা উচিত। বিশ্বাস করুন, উপার্জন যদি ঠিকঠাক থাকে, বাকি জিনিসগুলি নিজে থেকেই চলতে থাকে। দিদি, আমাদের একটা সুন্দর মেয়ে আছে রাধা..তার বয়স পাঁচ বছর। আমরা চাই না সে সীমার মতো ঘর পরিষ্কার করুক।

দিদি, আমাদেরও ভাল জীবনযাপনের অধিকার আছে। দিদি, দয়া করুন, আমাদের স্বপ্ন দেখতে দিন।

বাজেটে কিছু করুন..

আপনার রোশান

Published on: Jan 12, 2023 06:10 PM