Dhupguri News: আগে ভোট, পরে বাঁধ!

Dhupguri News: আগে ভোট, পরে বাঁধ!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Aug 24, 2023 | 8:29 PM

ভোট মিটে যেতেই উধাও শ্রমিক, উধাও ঠিকাদারি সংস্থার কর্মীরাও । বন্ধ হয়ে গিয়েছিল সেই বাঁধ নির্মাণের কাজ। প্রশ্নের মুখে প্রশাসন। গত বর্ষায় ভারী বৃষ্টিতে আংরাভাসা নদীর জলস্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি কয়েকটি বসত বাড়ি। এমন কি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি।

ঘোর বর্ষায় শুরু হয়েছিলো বাঁধ নির্মাণের কাজ। পঞ্চায়েত নির্বাচনের মুখে সরকারি বিধি নিষেধ অমান্য করে শুরু হয়েছিলো বাঁধ নির্মাণের কাজ। তবে ভোটের রেজাল্ট ওই এলাকায় খারাপ হওয়া বন্ধ হয়ে গেলো বাধের কাজ, অভিযোগ বিজেপি এঁর । ভোট মিটে যেতেই উধাও শ্রমিক, উধাও ঠিকাদারি সংস্থার কর্মীরাও । বন্ধ হয়ে গিয়েছিল সেই বাঁধ নির্মাণের কাজ। প্রশ্নের মুখে প্রশাসন। গত বর্ষায় ভারী বৃষ্টিতে আংরাভাসা নদীর জলস্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি কয়েকটি বসত বাড়ি। এমন কি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। সুপারি বাগান। এবারেও কাজ শুরুর মুখেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে কৃষকের চাষের জমি। প্রায় ২ কোটি টাকা ব্যয় করে ডুয়ার্সের গয়েরকাটা কোঙ্গারনগর কলোনি ও নেপালি বস্তি এলাকায় নদীতে বোল্ডার এর বাঁধ তৈরীর কাজ শুরু করে প্রশাসন। সংবাদমাধ্যম সেই সমস্যার কথা তুলে ধরলেই প্রশাসন তৎপর হয়। তবে ঘোর বর্ষায় নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় কাজ শুরু করার ক্ষেত্রে সমস্যার দেখা দেয় । যদিও ভোট ব্যাংকের দিকে তাকিয়ে সরকারি বিধি নিষেধ অমান্য করে নেপালি বস্তি এলাকায় শুরু হয় বাঁধ নির্মাণের কাজ। এমনকি সেই বাঁধ নির্মাণের ক্ষেত্রে উঠে নানান প্রশ্ন । যদিও শাসক দল দাবি করে সেই সময় জরুরী ভিত্তিতেই কাজ করা হয়েছিলো । কখনো ছোট পাথর ব্যবহার করে বাঁধ নির্মাণের অভিযোগ ওঠে। কখনো বা নিয়ম বহির্ভূতভাবে বাঁধের কাজ তৈরির অভিযোগ ওঠে। এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচনে কোঙ্গার নগর কলোনি এলাকায় জেলা পরিষদে খারাপ ফল করে শাসক দল তাতেই বন্ধ হয়ে যায় কাজ এমনটাই অভিযোগ বিজেপি ও স্থানীয়দের। বিজেপির অভিযোগ, শাসক দলের নেতারা কাট মানি নিয়ে সেখানে নির্বাচনের মুখে কাজ করার সুযোগ করে দিয়েছিলো। পঞ্চায়েত নির্বাচনে যেহেতু এই বুথ গুলোতে খারাপ ফল করেছে তাই বন্ধ করে দেওয়া হয়েছে কাজ। আর ছোট মানের পাথর ব্যবহার করার কারণে এপ্রোচ বাঁধ জলের স্রোতে কিছুদিনের মধ্যেই তলিয়ে যায়। স্বাভাবিক ভাবেই বাঁধ তৈরির শুরুতেই যে দুর্নীতি তা কিন্তু প্রকাশ পাচ্ছে এই ঘটনা থেকেই এমনটাই দাবি বিজেপির।