Daspur News: ঋণ মেটাতে পারেননি, শিশু নিয়ে রাস্তায়

Daspur News: ঋণ মেটাতে পারেননি, শিশু নিয়ে রাস্তায়

আসাদ মল্লিক

|

Updated on: May 14, 2023 | 5:40 PM

Daspur News: কথায় বলে ঋণের জ্বালা বড় জ্বালা, ঋণ পরিশোধ করতে না পারায়, ছোট্ট কলের সন্তান ও অসুস্থ শাশুড়িকে নিয়ে, বাড়ির বাইরে গৃহবধু। পুলিশের হস্তক্ষেপে, ব্যাংক কর্তৃপক্ষ বাড়িতে লাগিয়ে দিল তালা।

কথায় বলে ঋণের জ্বালা বড় জ্বালা, ঋণ পরিশোধ করতে না পারায়, ছোট্ট কলের সন্তান ও অসুস্থ শাশুড়িকে নিয়ে, বাড়ির বাইরে গৃহবধু। পুলিশের হস্তক্ষেপে, ব্যাংক কর্তৃপক্ষ বাড়িতে লাগিয়ে দিল তালা।

ছোট্ট বাড়ি আর যৎসামান্য জমি যা ছিল তা মরগেজ রেখে প্রায় ৫ লক্ষ টাকা ব্যঙ্ক থেকে লোন নিয়েছিলেন দাসপুর থানার মামুদপুরের বাসিন্দা শঙ্কর খামরই। ঘটনা ২০০৮ সালের। আজ ২০২৩ সাল মে মাসের ১২ তারিখ শুক্রবার কর্মসূত্রে শঙ্করবাবু বাইরে। বাড়িতে স্ত্রী সন্তান আর অসুস্থ মা।ব্যঙ্কের ওই ঋণ না মেটানোর জন্য আদালতের নির্দেশে দাসপুর থানার পুলিশকে সাথে নিয়ে ওই ব্যঙ্ক কর্তিপক্ষ শঙ্কর খামরই এর বাড়ির সমস্ত সদস্য পাশাপাশি যাবতীয় আসবাব বাড়ি থেকে বার করে দিয়ে ওই বাড়ি সিল করে দিল। অভিযোগ বছরের পর বছর গেলেও শঙ্করবাবু ব্যঙ্ক থেকে নেওয়া ঋণ শোধ করেননি। অন্যদিকে শঙ্কর বাবুর স্ত্রীর দাবি ৫ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষ টাকা তাঁরা শোধ করে দিয়েছিলেন। বকেয়া টাকা তাঁরা কিছু কিছু করে শোধ করতে চেয়েছিলেন। কিন্তু ব্যঙ্ক কোনো কথাই শোনেনি। কাগজে কলমে ব্যঙ্ক থেকে নেওয়া ঋণ বকেয়া। আদালতের নির্দেশ মানতে বাধ্য প্রশাসন। কিছুক্ষণ আগেও যে পরিবারের মাথায় ছাদ ছিল। শুক্রবারের বিকেল গড়াতেই সে পরিবারের মাথা থেকে ছাদ উধাও। ছোট্ট সন্তান আর অসুস্থ শাশুড়ীকে নিয়ে খোলা আকাশের নীচে পরিবার। ঘটনার খবর পেয়ে ছুটে যান দাসপুর ১ ব্লক তৃণমূল সহ সভাপতি তপন চক্রবর্তী। কিন্তু কিছু করার নেই। তাঁর যেটুকু করার তিনি অবশ্য করেছেন। এক খানা কালো ত্রিপল ওই পরিবারের হাতে তুলে দেন।