Jamaisasthi 2023: মেয়েই করল মা – বাবার জামাইষষ্ঠী
শাশুড়ি মা ব্যস্ত জামাইয়ের জন্য হরেক রকম পদ রান্না করতে। মাছের মুড়ো দিয়ে ডাল থেকে শুরু করে ইলিশ মাছের ভাপা, কিংবা গলদা চিংড়ির মালাইকারি থেকে শুরু করে ইলিশ মাছের পাতুরি। এইসব খাবারই পছন্দ করতো শম্পার বর। পিতলের থালায় সাজানো থাকতো এক একটা পদ। ধুমধাম করে জামাইষষ্ঠী পালন হত। আজ শম্পার স্বামী আর নেই। বেশ কয়েক বছর হল। কোথাও যেন গ্রাস করেছে শূন্যতা। শম্পার সংসারে রয়েছে তাঁর সাড়ে বছরের ছোট্ট মেয়ে কৃষিকা
জামাই ষষ্ঠী। সকাল থেকেই শ্বশুরমশাই ব্যস্ত বাজারের থলি হতে। শাশুড়ি মা ব্যস্ত জামাইয়ের জন্য হরেক রকম পদ রান্না করতে। মাছের মুড়ো দিয়ে ডাল থেকে শুরু করে ইলিশ মাছের ভাপা, কিংবা গলদা চিংড়ির মালাইকারি থেকে শুরু করে ইলিশ মাছের পাতুরি। এইসব খাবারই পছন্দ করতো শম্পার বর। পিতলের থালায় সাজানো থাকতো এক একটা পদ। ধুমধাম করে জামাইষষ্ঠী পালন হত। আজ শম্পার স্বামী আর নেই। বেশ কয়েক বছর হল। কোথাও যেন গ্রাস করেছে শূন্যতা। শম্পার সংসারে রয়েছে তাঁর সাড়ে বছরের ছোট্ট মেয়ে কৃষিকা। জামাইষষ্ঠী আগের দিন শম্পার মা-বাবার বিবাহ বার্ষিকী। তাই শম্পা এই সব কিছু ভুলে বাবা মাকে সারপ্রাইজ দিতে চেয়েছে। এক মাস আগে থেকেই রেঁস্তোরা বুকিং করেছেন। বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে যাতে কোনরকম খামতি না থাকে। সেই রেঁস্তোরায় তাঁদের জন্য ছিল মালাবদলের উপকরণ। সঙ্গে ছিল চন্দনও। তিনি নিজেই বাজালেন শঙ্খ। একার হাতেই শম্পা করল বাবা-মায়ের জামাই ষষ্ঠী। রেঁস্তোরার সব্বাইকে অবাক করে দিয়েছিল শম্পা। জামাই ছাড়াই জামাইষষ্ঠী করে দেখালেন শম্পা। শম্পার মুখের হাসি অনেক চাপা কষ্টকে ঢেকে রাখে। নিজের দুঃখের কথা সে বলতে নারাজ। মাঝে মাঝেই তাঁর চোখ ছল ছল করে ওঠে। পুরানো স্মৃতিগুলো বারবার ভেসে ওঠে তাঁর চোখে। কারণ জামাইষষ্ঠীতে তাঁর পছন্দের মানুষটি আজ আর নেই। দুঃখ অভিমান সবকিছুই যেন তাঁর ছোট্ট মেয়েটি পূরণ করে দিচ্ছে। শম্পা সংসার চালাচ্ছেন নিজের বুটিক করে। বছর ৩৩ এর শম্পা সিঙ্গেল মাদার। জামাইষষ্ঠী হোক বা কোন অনুষ্ঠান, যখন শম্পা সেখানে যায়, সমাজ যেন বারবার তাঁর ক্ষত জায়গায় প্রত্যাঘাত করে। বারবার প্রশ্নের বান আসে তাঁর দিকে ধেয়ে আসে। সমাজ তাঁকে বারবার মনে করিয়ে দেয় তাঁর একাকীত্বকে। কিন্তু শম্পা হেরে যায়নি। শম্পা শিখিয়েছে একা থাকলেও জামাইষষ্ঠীর আনন্দ করা যায়। বাবা মাকে আনন্দ দেওয়া যায়। শম্পা সবাইকে নিয়ে আনন্দ করতে ভালবাসে। শম্পা চায় অতীতকে ভুলতে। মেয়ের জন্য ভাল কাজ করতে। আজকের জামাইষষ্ঠীতে শম্পা এক নতুন জামাইষষ্ঠী উপহার দিল।