Dawood Ibrahim: দাউদ ঋষির গোপন বৈঠক প্রকাশ্যে

rahul Sadhukhan |

Dec 21, 2023 | 3:28 PM

এক অপরিচিত ব্যক্তি ঋষিকে দাউদ ইব্রাহিমের বাড়ি চায়ের নিমন্ত্রণে নিয়ে যায়। দাউদ ঋষিকে বলেন- কোনও কিছু লাগলে খোলা মনে জানাও, টাকা, বা অন্য কিছু, যা তুমি চাও, নির্দ্বিধায় বলো আমাকে।

একবার পর্দার দাউদ ও ঋষি কাপুরের দেখা হয় দুবাইয়ে। ঋষি কাপুর তাঁর আত্মজীবনী ‘খুল্লম খুলা’য় এই ঘটনার বিবরণ লিখেছিলেন। সেখানে ঋষি লেখেন – “আমরা দুবাইয়ে একটি জলসায় গিয়েছিলাম। এক অপরিচিত ব্যক্তি এসে আমাদের জানান ‘ভাই’ চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন। সেই লোকটির সঙ্গে আমরা দাউদ ইব্রাহিমের বাড়ি যাই।

 

ঋষি কাপুর লেখেন, ” দাউদ তখন পলাতক কিন্তু তিনি আমাকে কোনও রকম ভয় দেখাননি। আমার মনে হয় এতে কোনও ভুল আমি করিনি”।
ঋষির সঙ্গে দাউদের মোলাকাতের এই ঘটনা ১৯৯৩ এর মুম্বই বিস্ফোরণের আগে। ডি ডে সিনেমায় দাউদের ভূমিকায় অভিনয় করেন ঋষি কাপুর। শোনা যায় দাউদের এক ঘনিষ্ঠ সহচর ঋষি কাপুরের অন্ত্যেষ্টিতেও হাজির ছিলেন সশরীরে। মুম্বইয়ে বড় হওয়া অপরাধ জগতের কিং পিন দাউদের ক্রিকেট স্টেডিয়াম থেকে বলিউডের অন্দরে অবাধ যাতায়াত ছিল।