UAE Falcon News: পয়সা থাকলে কী না হয়, বুক করা যায় পাখিদের জন্য গোটা প্লেন!

rahul Sadhukhan |

Dec 21, 2023 | 2:10 PM

সংযুক্ত আরব আমিরশাহীর জাতীয় পাখি বাজ। সেই পাখির জন্য সেদেশের রাজপুত্র এমন এক কান্ড ঘটালেন,যাতে অবাক গোটা দুনিয়া।

পয়সা থাকলে কী না হয়! ভূতের বাপের শ্রাদ্ধ পর্যন্ত হয়। আরবে এমনই এক রাজপুত্রের খোঁজ পাওয়া গেল। সেই রাজপুত্র তাঁর বাজপাখিদের বিমানে চাপিয়ে ভ্রমণ করেন। পাখিদের জন্য কী কী ব্যবস্থা ছিল?

৮০টি সিট বুক করা হয় বাজপাখিদের জন্য। একটি সিটে যাত্রা করে একটি করে বাজপাখি। তাদের জন্য পাসপোর্টের ব্যবস্থা ও করেন রাজপুত্র। কাতার এয়ারওয়েজের বিমান পুরোটাই ভরে যায় পাখিতে।

 

বাজপাখি সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় পাখি। আরব দেশে বাজপাখির একটা আলাদা গুরুত্ব আছে । সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রীয় প্রতীক বাজপাখি। রাজপরিবার থেকে সাধারণের মধ্যে বাজপাখিকে তাই আলাদা গুরুত্ব দেওয়া হয় এই দেশে। কাতার এয়ারওয়েজ যাত্রীদের মাথাপিছু ৬টি করে বাজ নিয়ে যাবার অনুমতি দেয়। এতিহাদ চেকইন লাগেজের সঙ্গে বাজপাখি নিয়ে যেতে দেয়।

আরবে বাজপাখির লড়াই বৈধ। পাখি নিয়ে বিমানযাত্রাও করা যায়। আরবের জাতীয় পাখি বাজপাখি। পাখিদের জন্যও থাকে পাসপোর্ট।