Bankura News: রাস্তায় রক্তাক্ত হায়নার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ায়
বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের সীমানাবর্তী বিভিন্ন জঙ্গলে বিভিন্ন সময় হায়নার উপস্থিতি লক্ষ করা গেলেও সাম্প্রতিক অতীতে তালডাংরা ও লাগোয়া জঙ্গলে হায়নার দেখা মেলেনি। তালডাংরা থেকে পাঁচমুড়ার রাস্তায় এই হায়নার মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রমাণ হল তালডাংরা ও লাগোয়া জঙ্গলেও হায়না রয়েছে। হায়না যেহেতে সচরাচর একা থাকেনা তাই বন দফতরের ধারণা তালডাংরা ও আশপাশের জঙ্গলে আরো একাধিক হায়না রয়েছে
রাস্তা থেকে একটি পূর্ণবয়স্ক স্ত্রী হায়নার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার তালডাংরায়। রাস্তার উপর হায়নাটির মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা বন দফতরে খবর দেন। পরে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের সীমানাবর্তী বিভিন্ন জঙ্গলে বিভিন্ন সময় হায়নার উপস্থিতি লক্ষ করা গেলেও সাম্প্রতিক অতীতে তালডাংরা ও লাগোয়া জঙ্গলে হায়নার দেখা মেলেনি। তালডাংরা থেকে পাঁচমুড়ার রাস্তায় এই হায়নার মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রমাণ হল তালডাংরা ও লাগোয়া জঙ্গলেও হায়না রয়েছে। হায়না যেহেতে সচরাচর একা থাকেনা তাই বন দফতরের ধারণা তালডাংরা ও আশপাশের জঙ্গলে আরো একাধিক হায়না রয়েছে । ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার আগে হায়নাটির মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে বন দফতর কিছু জানাতে না পারলেও বন দফতরের প্রাথমিক ধারণা খাবারের খোঁজে অথবা নতুন বাসস্থানের খোঁজে হায়নাটি এসে পড়েছিল তালডাংরার জঙ্গলে। এলাকায় নতুন হওয়ায় ওই এলাকার পরিবেশে তেমন পরিচিত ছিলনা হায়নাটির। তাই রাস্তা পারাপার করতে গিয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কাতেই ওই হায়নাটির মৃত্যু হয়ে থাকতে পারে বলেই মনে করছে বন দফতর। বন দফতরের দাবী হায়নাটির মর্মান্তিক মৃত্যু বেদনাদায়ক হলেও তালডাংরা ও পার্শ্ববর্তী জঙ্গলে হায়নার আগমন প্রমাণ করছে ওই জঙ্গলের বাস্তুতন্ত্র ভালো হয়েছে।