Howrah News: বেরিয়েছিলেন শিবের মাথায় জল ঢালতে…
শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গঙ্গায় স্নান করতে নেবে তলিয়ে গেল যুবক। যুবকের নাম প্রীতম ঘুঘু ১৮ বছর। হাওড়া জুজারশাহ এলাকার বাসিন্দা।স্থানীয় পি এন মান্না স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গঙ্গায় স্নান করতে নেবে তলিয়ে গেল যুবক। যুবকের নাম প্রীতম ঘুঘু ১৮ বছর। হাওড়া জুজারশাহ এলাকার বাসিন্দা।স্থানীয় পি এন মান্না স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বাড়ি থেকে আজ সকালে বেরিয়েছিল শিবের মাথায় জল ঢালবে। সাঁকরাইল থানা সংলগ্ন গঙ্গার ঘাটে বন্ধুবান্ধবদের সঙ্গে স্নান করতে নেমেছিল। কিন্তু এই স্নান করতে নেবেই ঘটলো ভয়ানক দুর্ঘটনা। জানা যাচ্ছে বাড়ি থেকে সকাল সাড়ে আটটা নাগাদ বেরিয়েছিল সে।তবে বাড়ির অমতেই বেরিয়েছিল বলেই পরিবার সূত্রে জানাযায়। যুবক সাঁতারও জানতোনা বলেই জানাজায়।ঘটনাটি ঘটে আনুমানিক বেলা ১১ টা নাগাত ।স্থানীয় মানুষ নৌকা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে ডুবে যাওয়া যুবকের খোঁজার চালায়। অবশেষে ডুবুরি নামালে প্রায় ২ঘন্টা পর প্রীতমের নিথর দেহ উদ্ধার হয়।এলাকায় শোকের ছায়া।