East Burdwan Mishap: গরম থেকে বাঁচতে স্নান, কাল হল সাজিবুলের!

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jun 07, 2023 | 2:08 PM

Murshidabad: পূর্ব বর্ধমানের রায়না থানার বামুনিয়া  কাঁঠালতলায় স্নান করতে গিয়ে তলিয়ে গেছে এক খালাসি।তার খোঁজে ডুবুরি ও উদ্ধারকারীরা তল্লাশি চালান। শেষ পর্যন্ত বিকেলে তার দেহ উদ্ধার হয়।

পূর্ব বর্ধমানের রায়না থানার বামুনিয়া  কাঁঠালতলায় স্নান করতে গিয়ে তলিয়ে গেছে এক খালাসি।তার খোঁজে ডুবুরি ও উদ্ধারকারীরা তল্লাশি চালান। শেষ পর্যন্ত বিকেলে তার দেহ উদ্ধার হয়। মূর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার ডাহেরপাড়া গ্রাম থেকে লরিতে করে বালি তুলতে  এসেছিলেন ওই খালাসি। সঙ্গে ড্রাইভার শাহজাহান শেখ।  তিনি জানান, ওই খালাসি সাজিবুল তার গ্রাম সম্পর্কে ভাগ্নে। বয়স মাত্র ১৮। রান্নাবান্না হচ্ছিল সবার খাবার জন্য। তখনই খুব গরম লাগছে বলে সে স্নানে চলে যায়। সেখানেই তলিয়ে যায়।
গ্রামের বাসিন্দা শেখ সাহেব জানান, সাবান মাখতে মাখতেই দামোদরে নিঁখোজ হয় সাজিবুল। জেসিবি দিয়ে বালি কাটায় বড় বড় গর্তই এই বিভ্রাটের কারণ বলে স্থানীয়দের দাবি। ঘটনার পর তলিয়ে যাওয়া খালাসির খোঁজ করেন স্থানীয়রা। এর পরে ডুবুরিরা তল্লাশি চালান। কিন্তু বিকেল সাড়ে চারটে নাগাদ তার মৃতদেহ উদ্ধার করা হয়।