Delhi Traffic Rule: স্ক্র্যাপ হবে না মেয়াদ উত্তীর্ণ গাড়ি

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 02, 2023 | 2:36 PM

গাড়ির বয়স বাড়লেই গাড়ী মালিকদের উদ্বেগ বাড়ে। পেট্রল গাড়ির মেয়াদ ১৫ বছর ও ডিজেল গাড়ির মেয়াদ ১০ বছর। সরকারি আইন মোতাবেক তারপরেই স্ক্র্যাপ করা হয় পুরনো গাড়ি। ওই মেয়াদের পরেও রাস্তায় গাড়ি চললে মালিকের জরিমানা হয়।

গাড়ির বয়স বাড়লেই গাড়ী মালিকদের উদ্বেগ বাড়ে। পেট্রল গাড়ির মেয়াদ ১৫ বছর ও ডিজেল গাড়ির মেয়াদ ১০ বছর। সরকারি আইন মোতাবেক তারপরেই স্ক্র্যাপ করা হয় পুরনো গাড়ি। ওই মেয়াদের পরেও রাস্তায় গাড়ি চললে মালিকের জরিমানা হয়। সম্প্রতি এ বিষয়ে সারা দেশ জুড়ে ড্রাইভ শুরু হয়েছে। সম্প্রতি এই ইস্যুতে বড় ঘোষণা করলেন দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলট। মন্ত্রীর মতে যে গাড়ির কন্ডিশন ভাল ও যার থেকে দূষণ ছড়াচ্ছে না তারা রেহাই পাবে। সচল ভাল অবস্থার মেয়াদ উত্তীর্ণ গাড়ি এই ছাড়ের আওতায়। দিল্লির পরিবহন কমিশনারকে এই মর্মে একটি নির্দেশিকাও দিয়েছেন মন্ত্রী। এর আগে দিল্লি পরিবহন দফতর একটি এজেন্সিকে দায়িত্ব দেয়। তারা মেয়াদ উত্তীর্ণ গাড়ি ধ্বংস করছিল। সেই এজেন্সিকেও বলা হয়েছে যাতে তারা সচল ভাল গাড়ি গুলিকে ছাড় দেয়। ১০ বছরের পুরনো ডিজেল ও ১৫ বছরের পুরনো পেট্রল গাড়ি মাত্রাতিরিক্ত দূষক ছড়ায়। সরকারি সিদ্ধান্তে তাই এই গাড়িগুলি ধ্বংস করা হয়। যেসব গাড়ির মেইন্টেনেন্স ভাল রেখেছেন গাড়ির মালিকরা তাঁদের কোনও চিন্তা নেই। আপাতত স্ক্র্যাপ হচ্ছে না তাঁদের গাড়ি।