West Bengal Dengue Update: পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গি কম!
Dengue: যারা কাজের সূত্রে জেলার বাইরে থাকেন সে সমস্ত মানুষজনই এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলেই জানা গেছে । জেলা জুড়ে প্রশাসনিক আধিকারিকরা সজাগ ও সচেতন রয়েছেন বলেও জানিয়েছেন তিনি
গোটা রাজ্যে যেভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে সেই তুলনায় পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই কম বলেই মনে করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক । গোটা বছরে এখন অব্দি জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 37 জন বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক । পাশাপাশি তিনি জানিয়েছেন চলতি সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 6 । যেখানে গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৮৫০ জন, সে তুলনায় এবারে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখন অব্দি ৩৭ জন । জেলায় এখনো অব্দি ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের কোনো তথ্য নেই যা গত বছরও ছিল না বলেই জানিয়েছেন CMOH। তবে জেলাতে এখনও পর্যন্ত যে ডেঙ্গু আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে তা পুরোটাই পরিযায়ী ।
যারা কাজের সূত্রে জেলার বাইরে থাকেন সে সমস্ত মানুষজনই এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলেই জানা গেছে । জেলা জুড়ে প্রশাসনিক আধিকারিকরা সজাগ ও সচেতন রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন যে পঞ্চায়েত যদি গঠন হয়ে যেত তাহলে আরো মসৃণ ভাবে কাজ করতে সুবিধা হতো ।
জেলাতে যে ডেঙ্গু আক্রান্তের হদিস পাওয়া যাচ্ছে সেটা যে এক জায়গায় এরকম নয়, গোটা জেলার বিভিন্ন ব্লকে কোথাও একজন বা কোথাও দুজন এরকমই তথ্য আসছে বলেও জানিয়েছেন তিনি । সব মিলিয়ে ডেঙ্গু এ জেলায় অনেকটাই নিয়ন্ত্রণে বলেই মনে করছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারীক।