Dankuni Dengue News: জোড়া ফলায় বেকায়দায় ডানকুনি

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 27, 2023 | 5:11 PM

বর্ষা এলেই ডেঙ্গুর আতঙ্কে দিন কাটে ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দা দের। একদিকে জল যন্ত্রনা অন্যদিকে জল জমার ফলে ডেঙ্গু আতংক।জোড়া ফলায় নাকাল ডানকুনি বাসী।

একদিকে জল যন্ত্রনা অন্যদিকে জল জমার ফলে ডেঙ্গু আতংক।জোড়া ফলায় নাকাল ডানকুনি বাসী। বর্ষা এলেই ডেঙ্গুর আতঙ্কে দিন কাটে ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দা দের। বছরের ছয় মাস জলের তলায় থাকে ডানকুনি পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড,পৌরসভার উদাসীনতায় জল যন্ত্রনা থেকে মুক্তি মেলেনি আজও তার উপর ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আতঙ্কিত ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দারা কারণ বিগত কয়েক বছর ধরে ডানকুনি পৌর এলাকার ১,৪,১৪,১৫,২১নম্বর ওয়ার্ডে একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে।বিশেষ করে বর্ষা কালে তিন চার মাস ধরে জল যন্ত্রনায় ভোগেন এই ওয়ার্ড গুলির বাসিন্দার। এবছর সম্পূর্ণ রূপে বর্ষা না এলেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে জেলায় আর তাতেই আবারও জল যন্ত্রণার সিঁদুরে মেঘ দেখছেন ডানকুনি বাসী পাশপাশি ডেঙ্গুর আতঙ্কে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। পৌরসভার উদাসীনতার ফলেই জল যন্ত্রনা এবং ডেঙ্গুর আতঙ্কে আতঙ্কিত পৌরবাসী অভিযোগ তুলেছেন সাধরণ মানুষ। পাশপাশি বিরোধীরাও তোপ দেগেছেন পৌর সভার বিরুদ্ধে। ডানকুনির বিজেপি সভাপতি গুঞ্জন চক্রবর্তী বলেন দীর্ঘ বারো বছর ধরে কোনো কাজ করেনি পৌরসভা পৌর প্রশাসনের গাফিলতির ফলেই এলাকায় বাড়ছে ডেঙ্গু।পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড ছয় মাস ধরে জলের তলায় থাকে স্বাভাবিক ভাবে ডেঙ্গুর প্রকোপ তো বাড়বেই।দীর্ঘ মেয়াদী প্রতিকার চাই বলে দাবি বিজেপি নেতার। যদিও এবিষয়ে পৌর প্রধান হাসিনা শবনম বলেন বিরোধীরা তো অভিযোগ করবেই কোনো ইস্যু না থাকলে যা হয়। ডানকুনি পৌর এলাকায় এখনো পযন্ত একজন মাত্র ডেঙ্গু পজেটিভ।ডেঙ্গু প্রতিরোধে পৌর প্রশাসন সতর্ক এবং ডেঙ্গু মোকাবিলায় পৌর সভার টিম কাজ করে চলেছে পাশপাশি সতর্কতা মূলক প্রচার চালানো হচ্ছে পৌর সভার পক্ষ থেকে। জল যন্ত্রণার বিষয়ে পৌর প্রধান নিকাশি ব্যবস্থা ঠিক নেই বলে স্বীকার করেন পাশপাশি জাতীয় সড়ক সম্পসরণরের কাজের জন্যই নিকাশি ব্যবস্থা বেহাল হয়েছে বলে দাবি করেন। এছাড়াও যেখানে জল জমছে সেখানে পাম্পের সাহায্যে জল নিকাশির ব্যবস্থা করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। যদিও পুরোপুরি বর্ষা এখনো আসেনি তার আগেই ডেঙ্গু চোখ রাঙাতে শুরু করেছে হুগলি জেলায় ইতিমধ্যেই হুগলি জেলায় তিনশো জনের উপর ডেঙ্গুতে আক্রান্ত। পুজোর আগে ডেঙ্গু আক্রান্ত বাড়তে থাকে বিগত বছর গুলোর পরিসংখ্যান বলছে এমনই। যদিও আগাম সতর্কতা হিসাবে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর।