Atrayee River: বিপদজনক এলাকা ঘোষণার পরও আত্রেয়ী নদীর ড্যামে স্নান করতে ভিড় বাড়াচ্ছেন সাধারণ মানুষ

আসাদ মল্লিক

|

Updated on: May 14, 2023 | 5:59 PM

Balurghat News: বিপদজনক এলাকা ঘোষণার পরও আত্রেয়ী নদীর রিভার ড্যামে স্নান করতে ভিড় বাড়াচ্ছেন সাধারণ মানুষ। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা, সে জায়গা থেকেই তৎপর বালুরঘাট থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই আত্রেয়ী নদীতে সারা বছর জল ধরে রাখতে বালুরঘাট শহরের চকভবানী এলাকায় তৈরি হচ্ছে রিভার ড্যাম।