Special Food Menu: বাড়িতে অতিথি এলে ভুলেও করবেন না এই কাজ!

Apr 02, 2023 | 12:24 PM

Special Food Menu: বাড়িতে অতিথি এলে ভুলেও করবেন না এই কাজ!

অতিথি নারায়ণ, তাই বাড়িতে কোনও অতিথি এলে আদর যত্নে যাতে খামতি না থাকে সেদিকে নজর দিন। অতিথিকে বাড়িতে ডেকে অপমান বা এমন কোনও আচরণ করবেন না যাতে তাঁর অস্বস্তি হয়। অতিথিকে খাবার পরিবেশনের সময় যত্ন করে প্লেট সাজিয়ে দিন। সেই সঙ্গে বজায় রাখুন হাইজিনও। অতিথি আসার আগেই সব কাজ করে নিন । বাড়িতে রান্না করলে সব আগে করে রাখুন। অর্ডার করলে যাতে সেই খাবার সময়মতো আসে সেদিকেও নজর রাখুন। ডাইনিং হল, বাসন সব পরিষ্কার রাখুন। প্লেট বা গ্লাস পরিবেশন করার সময়, খাবার বা পানীয় পান করার দিক স্পর্শ করবেন না। অনেকেই তা পছন্দ করেন না। চামচ বা কাঁটাচামচ অফার করার সময়, শুধুমাত্র হাতল স্পর্শ করুন। টেবিলে টিস্যু, চামচ এবং কাঁটাচামচ আগে থেকেই রেখে দিন।

অতিথিরা তাঁদের প্রয়োজন মত ব্যবহার করতে পারবেন। কাউকে জোর করে কোনও খাবার খাওয়াবেন না। সকলেই তাঁর নিজের পেট বুঝে খান। জোর করে খাওয়ানো শরীরের পক্ষে একদম ভাল নয়। এছাড়াও সব খাবার যে সবার পছন্দ হয় এমন নয়। অনেকের ডিম, চিকেন বা মাছে অনেকের গন্ধ লাগে বলেও খেতে চান না । বুফে নয় বেড়ে ডিন খাবার। বোতলে নয়, গ্লাসে জল দিন। সকলে বোতল থেকে নিয়ে জল খেতে পারে না এভাবে জল খাওয়া একেবারেই স্বাস্থ্যকর নয়। এতে অতিথিও নিজের মত জল খেতে পারবেন।