Johnny Lever Life Story: কান্না চেপে হাসির নাম জনি লিভার

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 05, 2023 | 2:20 PM

যিনি সবাইকে হাসান তাঁর জীবন কতটা কঠিন ছিল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানান জনি লিভার। সপ্তম শ্রেণীতে পড়াশোনা ছাড়তে বাধ্য হন বলিউড অভিনেতা জনি লিভার। বাবা ছিলেন মদ্যপ, তাঁর পড়াশোনার দিকে কোনও নজর দিতেন না।

যিনি সবাইকে হাসান তাঁর জীবন কতটা কঠিন ছিল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানান জনি লিভার। সপ্তম শ্রেণীতে পড়াশোনা ছাড়তে বাধ্য হন বলিউড অভিনেতা জনি লিভার। বাবা ছিলেন মদ্যপ, তাঁর পড়াশোনার দিকে কোনও নজর দিতেন না। বড় কাকা দিতেন স্কুল ফি ও রেশন খরচ। বিরক্ত হয়েই স্কুল ছাড়েন জনি লিভার।

স্কুল ছাড়ার সিদ্ধান্তে জনির শিক্ষিকা দময়ন্তী ম্যাডাম তাকে স্কুলে ফেরত আনতে চান। কিন্তু আর স্কুলে ফেরেননি কিশোর জনি। ছোট থেকে লোকজনকে দেখে তাদের হাবভাব নকল করতেন। জীবনের প্রতিকূলতায় রাস্তায় ঘুরে ঘুরে কলম বিক্রি করতেন। বলিউডে পা রাখার পর কমেডি দৃশ্যে অভিনয় করে নাম হয় জনি লিভারের।

কিন্তু তাঁর অভিনীত বেশ কিছু কিছু দৃশ্য এডিট করে বাদ দেওয়া হতে থাকে। তাঁকে নিয়ে নায়করা নিরাপত্তাহীনতায় ভুগতেন। এখন বলিউডের ছবিতে কমেছে হাস্যরসের দৃশ্য আক্ষেপ জন লিভারের। সিনেমার পর্দায় হাসালেও তাঁর জীবন প্রতিকূলতায় ভরা। এমনও হয়েছে বাবার অপারেশনের দিনেও হাসির দৃশ্যে অভিনয় করেছেন জনি লিভার।