Richest Indian Footballer: দেশের ধনীতম ফুটবলার কে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 03, 2023 | 3:08 PM

ওডাফা ওকোলি, সুনীল ছেত্রী, প্রীতম কোটাল, বাইচুং ভুটিয়া বা সাহাল আবদুল সামাদের সম্পত্তি কত জানেন? ২.৫০ কোটিতে সামাদ যোগ দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টসে।

ওডাফা ওকোলি, সুনীল ছেত্রী, প্রীতম কোটাল, বাইচুং ভুটিয়া বা সাহাল আবদুল সামাদের সম্পত্তি কত জানেন? ২.৫০ কোটিতে সামাদ যোগ দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টসে। ওডাফা ওকেলি মোহনবাগানে চুক্তি করেন বার্ষিক ২ কোটি টাকায়। বাইচুং ভুটিয়ার সম্পত্তির পরিমাণ ৫ কোটি টাকা। সুনীল ছেত্রীর সম্পত্তির পরিমাণ ১২.৩০ কোটি টাকা। ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত সিং সাঁধুর সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকার কাছে। এঁরা কেউই সবচেয়ে ধনী ফুটবলার নন। ভারতীয় ফুটবলের সবচেয়ে ধনী ফুটবলার অন্য কেউ। তাঁর সম্পত্তির পরিমাণ ৪১ কোটি টাকা। তিনি গৌরমাঙ্গী সিং। আইএসএলের এফসি গোয়ার সহকারি কোচ গৌরমাঙ্গী। জাতীয় দল থেকে অবসর নেন ২০১৯এ। দেশের হয়ে অনূর্ধ্ব ২০, অনূর্ধ্ব ২৩ আর জাতীয় দলে খেলেন গৌরমাঙ্গী। ইম্ফলের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে জাতীয় দলে প্রতিষ্ঠা পান। দলের ডিফেন্সের স্তম্ভ গৌরমাঙ্গীর সেট পিস ছিল নজর কাড়া। যে কোনও সময়ে ম্যাচের রঙ বদলে দিত গৌরমাঙ্গীর সেটপিস। নিজের ক্যারিয়ারে জিতেছেন আই লিগ ও ফেডারেশন কাপ। গৌরমাঙ্গী সেরা ডিফেন্ডার হন ২০০৮-০৯এ আইলিগে।