Adrit Roy: ‘মিথ্যে খবরে কান দেবেন না’, বিস্ফোরক আদৃত
ধারাবাহিক করছি না—স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেতা আদৃত রায়। কয়েকদিন ধরেই জল্পনা ছিল তুঙ্গে, সৃজলা গুহর সঙ্গে ধারাবাহিকে ফিরছেন তিনি। তবে এই খবর ভুয়ো বলেই দাবি করলেন অভিনেতা।
শাহরুখকে ধন্যবাদ অ্যাটলির
শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অ্যাটলি। সদ্য মুক্তি পেয়েছে ‘জওয়ান’ ছবির প্রিভিউ। শাহরুখের সঙ্গে কাজ করা পরিচালকের কাছে ছিল স্বপ্ন, সেই স্বপ্নেই বাঁচছেন এখন তিনি, অর্থাৎ দক্ষিণী পরিচালক অ্য়াটলি। একটি আবেগঘন নোট শেয়ার করেছেন তিনি কিং খানের উদ্দেশে।
আলিয়ার কামব্যাক
‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবি শুটের মাঝেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন আলিয়া ভাট। তবে শুটিং থামাননি। মাঝে নিয়েছিলেন চার মাসের বিরতি। তখন শরীরে যে পরিবর্তন এসেছিল তাঁর, সেখান থেকে পুনরায় আগের লুকে ফিরতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন তিনি। আলিয়ার কথায়, “এই চ্যালেঞ্জটাই ছিল সবথেকে বেশি কঠিন।”
আলাদা থাকেন হেমা-ধর্মেন্দ্র
ধর্মেন্দ্রর সঙ্গে নয়, নিজের বাড়িতেই থাকেন হেমা মালিনি। প্রেমের বিয়ের পর এই ছবি যেন অনেকেই মেনে নিতে পারেন না। এই প্রসঙ্গে হেমা বলেন, “প্রতিটি নারীই একটা স্বাভাবিক জীবন চান। যেখানে স্বামী, সন্তান সবাই থাকবে। তবে মাঝেমধ্যে সবটা হাতের বাইরে চলে যায়। যদিও আমার কোনও আক্ষেপ নেই।”
শাহরুখ-আরিয়ান জুটি
কোনও সাক্ষাৎকারে এখনও পর্যন্ত দেখা যায়নি আরিয়ান খানকে। তবে এবার আর পর্দার আড়ালে নয়, ছেলেকে নিয়ে ‘কফি উইথ করণ’-এ হাজির হবেন শাহরুখ খান। অষ্টম সিজ়নে এটাই চমক। ছেলেকে নিয়ে করণ জোহরের শোয়ে আসার কথা দিয়েছেন নাকি খোদ শাহরুখ।
বিপাকে মৌনি
বিমানবন্দরে পৌঁছতেই বিপত্তি। পাসপোর্ট খুঁজে পাচ্ছেন না মৌনি রায়। অনেকটা সময় ব্যয় করার পরও যখন তিনি তা খুঁজে পেলেন না, তখন অবশেষে ফিরতে হল বাড়ি… সমস্তটাই ফ্রেমবন্দি করলেন পাপারাৎজিরা। মুহূর্তে যা ভাইরাল।
ভুয়ো খবর ওড়ালেন আদৃত
ধারাবাহিক করছি না—স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেতা আদৃত রায়। কয়েকদিন ধরেই জল্পনা ছিল তুঙ্গে, সৃজলা গুহর সঙ্গে ধারাবাহিকে ফিরছেন তিনি। তবে এই খবর ভুয়ো বলেই দাবি করলেন অভিনেতা। জানালেন, তাঁদের নিয়ে এমন অনেক মিথ্যে খবর রটে, তা এড়িয়ে যেতে হবে—ঠিক যেমনটা তিনি করে থাকেন।
সুদীপার পোস্ট
‘সুদীপার রান্নাঘর’ নামে কলকাতার বুকে একটি রেস্তোরাঁ রয়েছে অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের। তবে পুরীর বুকে নাকি উনি জাঁকিয়ে ব্যবসা করছেন, ভুয়ো রেস্তোরাঁ দেখে প্রথমটায় চুপ থাকলেও এবার প্রতিবাদ করলেন সুদীপা। সাফ জানিয়ে দিলেন, তিনি খাবার নিয়ে কোনও ঝুঁকি নিতে পারবেন না। তাই সকলেই যেন সতর্ক থাকেন।
পর্দায় নীল-তৃণা
পর্দায় প্রথমবার আসতে চলেছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। ছবির নাম ‘তিলোত্তমা’। তবে জুটিতে নয়, একই ছবিতে থাকলেও আলাদা-আলাদা গল্প বলবেন ২জনে। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং, সম্ভাব্য মুক্তি আগামী বছর। পরিচালক সৌম্যজিৎ আদক।
কোথায় ছুটি কাটালেন দিতিপ্রিয়া
কয়েকদিন আগেই মায়ের সঙ্গে ছুটি কাটিয়ে ফিরে এসেছেন দিতিপ্রিয়া রায়। কোথায় গিয়েছিলেন, এবার নিজেই করলেন তার রহস্যভেদ। মায়ের সঙ্গে টাকিতে বেশ কয়েকটা দিন একান্তে সময় কাটালেন তিনি। শেয়ার করলেন একগুচ্ছ ছবি।