My India My LiFE Goals: একবার ব্যবহারযোগ্য (সিঙ্গল ইউজ়) প্লাস্টিককে বলুন ‘না’
একবার ব্যবহারযোগ্য (সিঙ্গল ইউজ়) প্লাস্টিককে বলুন 'না'। জীব-জন্তু এবং পরিবেশের জন্য প্লাস্টিক ক্ষতিকারক। প্লাস্টিক তৈরিতে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়। জলজ প্রাণী আর পশুরা এই প্লাস্টিক খেয়ে নিলে তা প্রাণঘাতী হতে পারে
একবার ব্যবহারযোগ্য (সিঙ্গল ইউজ়) প্লাস্টিককে বলুন ‘না’। জীব-জন্তু এবং পরিবেশের জন্য প্লাস্টিক ক্ষতিকারক। প্লাস্টিক তৈরিতে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়। জলজ প্রাণী আর পশুরা এই প্লাস্টিক খেয়ে নিলে তা প্রাণঘাতী হতে পারে। প্লাস্টিকের পরিবর্তে কাপড় বা জুটের ব্যাগ ব্যবহার করুন। প্লাস্টিক দিয়ে তৈরি কাপ, প্লেট, স্ট্র-এর ব্যবহার বন্ধ করুন। প্যাকেজিং প্লাস্টিক পুনরায় ব্যবহার করুন। প্লাস্টিকের বদলে স্টিলের ব্যবহার শুরু করুন।