Dhupguri Accident: ধূপগুড়িতে বড় দুর্ঘটনা
বালি বোঝাই ডাম্পারের সাথে ট্রলার গাড়ির মুখোমুখি সংঘর্ষ। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল মাল বোঝাই ট্রলার। আহত চালক। মঙ্গলবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে।
বালি বোঝাই ডাম্পারের সাথে ট্রলার গাড়ির মুখোমুখি সংঘর্ষ। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল মাল বোঝাই ট্রলার। আহত চালক। মঙ্গলবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এমন ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি থেকে গয়েরকাটাগামী এশিয়া হাইওয়ে ৪৮ নং সড়কে। হাওড়া থেকে পাইপ বোঝাই লরিটি গৌহাটির দিকে যাচ্ছিল। ঠিক উল্টোদিক থেকে আসা একটি বালি বোঝাই ডাম্পারের সাথে মুখোমুখি ধাক্কা। যার ফলে এশিয়ান হাইওয়ে সড়কের ব্যাপক যানজটের সৃষ্টি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ধূপগুড়ি থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। তবে দুর্ঘটনা থেকে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্ষার সময়তেও কী করে বালি পাথর নিয়ে যাওয়া হচ্ছিল ডাম্পারে? পুলিশের নজরদারি কোথায়?
Latest Videos