Dooars News: নিরঞ্জনের সময়ে আচমকা হড়পা বান, উদ্ধার ২ মৃতদেহ

Oct 05, 2022 | 11:04 PM

Durga Puja: বিসর্জন দেওয়ার সময় মাল নদীতে আচমকা নেমে আসে হড়পা বান। ২ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ।

জলপাইগুড়ি: নিরঞ্জনের সময়ে ভয়াবহ ঘটনা। ডুয়ার্সের মাল মহকুমায় বিসর্জনের সময়ে নদীতে হঠাৎই হাজির হড়পা বান। জলে ভেসে গেছেন বেশ কিছু মানুষ, খবর সূত্রের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ২ জনের দেহ।

বিসর্জন দেওয়ার সময় মাল নদীতে আচমকা নেমে আসে হড়পা বান। ২ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৪০ জন নদীর মাঝ বরাবর থাকা একটি চড়ায় আটকে পড়েছেন বলে খবর স্থানীয় সূত্রে। বেশ কিছু মানুষ নদীতে সাঁতরে পাড়ে আসতে পারলেও বাকিরা পারেননি বলে জানাচ্ছেন স্থানীয়রা। দু’জনের মৃতদেহ উদ্ধারের খবর জানিয়েছেন এসপি দেবর্ষি দত্ত। NRDF ও SDRF দল ইতিমধ্যেই রওনা হয়েছে বলে খবর প্রশাসনিক সূত্রে।

Published on: Oct 05, 2022 10:52 PM