Guinness World Records: ২৪ ঘণ্টা টানা চলে গিনেস বুকে ই-স্কুটার

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 17, 2023 | 2:41 PM

২৪ ঘণ্টা টানা চলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ভারতের ই-স্কুটির। ২০ এপ্রিল সকাল ৬টা ৪৫এ থেকে ২১ এপ্রিল সকাল ৬টা ৪৫ পর্যন্ত টানা চলে ই-স্কুটি। এর মধ্যে ১৭৮০ কিলোমিটার পথ অতিক্রম করে ওই স্কুটি । হিরো মোটো কর্পের ভিডা ভি ওয়ান ই স্কুটি এই নজির গড়ে ।

২৪ ঘণ্টা টানা চলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ভারতের ই-স্কুটির। ২০ এপ্রিল সকাল ৬টা ৪৫এ থেকে ২১ এপ্রিল সকাল ৬টা ৪৫ পর্যন্ত টানা চলে ই-স্কুটি। এর মধ্যে ১৭৮০ কিলোমিটার পথ অতিক্রম করে ওই স্কুটি । হিরো মোটো কর্পের ভিডা ভি ওয়ান ই স্কুটি এই নজির গড়ে । রিলে ফর্ম্যাটে রেকর্ডটি গড়েন ছয় চালকের একটি দল। এর মধ্যে ২০ সেকেন্ডের জন্য একবার থামে ভিডা ভি ওয়ান ই-স্কুটি। ওই সময়ে তার ব্যাটারি বদল হয় । জয়পুরের হিরো সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজিতে রেকর্ডটি হয় । জয়পুরের তীব্র গরমে এই রেকর্ড যেন আরও কঠিন ছিল । গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পর্যবেক্ষক স্বপ্নিল দাঙ্গারিকর একে ‘অসাধারণ আশ্চর্যজনক কৃতিত্ব’ বলেন । এর আগে কোনও ই-স্কুটার সর্বাধিক ৩৫০ কিলোমিটার চলে রেকর্ড করে । সেই রেকর্ড ভেঙে নয়া নজির হিরো মোটো কর্পের ভিডা ভি ওয়ানের । রেঞ্জ, স্পিড ও পারফর্মেন্সের নিরিখে এই মুহূর্তে সেরা ভিডা ভি ওয়ান। ওয়ার্ল্ড রেকর্ড গড়ে নিজের ক্ষমতাও দেখাল এই ই-স্কুটি।