Alipurduar News: চালু নির্বাচন আচরণবিধি, নাকায় জোর!
রাজ্যে পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে করতে অসম- বাংলা সীমান্তবর্তী পাকড়িগুড়ি তে নাকা তল্লাশিতে জোর দিল জেলা পুলিশ। এই নাকা তল্লাশি পয়েন্ট আগে থেকেই ছিল, কিন্তু পঞ্চায়েত ভোট কে নির্বিঘ্নে সম্পন্ন করতে অসম থেকে যাতে কোনো রকমের অবৈধ জিনিস এই রাজ্যে প্রবেশ করতে না পারে, যার সাহায্যে কোনো বিশৃঙ্খলা এই রাজ্যে তৈরি হয়, তা আটকাতেই এই নাকা তল্লাশি
রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে বৃহস্পতিবার বার। আর শুক্রবার থেকেই রাজ্যে জুড়ে চালু হয়ে গেছে ভোটের আদর্শ আচরণ বিধি। রাজ্যে পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে করতে অসম- বাংলা সীমান্তবর্তী পাকড়িগুড়ি তে নাকা তল্লাশিতে জোর দিল জেলা পুলিশ। এই নাকা তল্লাশি পয়েন্ট আগে থেকেই ছিল, কিন্তু পঞ্চায়েত ভোট কে নির্বিঘ্নে সম্পন্ন করতে অসম থেকে যাতে কোনো রকমের অবৈধ জিনিস এই রাজ্যে প্রবেশ করতে না পারে, যার সাহায্যে কোনো বিশৃঙ্খলা এই রাজ্যে তৈরী হয়, তা আটকাতেই এই নাকা তল্লাশি পয়েন্টের শক্তি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের ডি এস পি হেড কোয়াটার সমরেন হালদার।