Jhargram: হাতির হামলায় চালচুলোহীন!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 19, 2023 | 4:02 PM

হাতির হামলায় বাড়ীর মাথার ছাদ খুয়িয়ে প্রায় খোলা আকাশের নিচে ১০ টি পরিবার। ঘরে সমান্য খাবার ও নেই। হাতির হামলা অব্যাহত ঝাড়গ্রামে। আজ ভোরে হাতির হামলায় ঝাড়গ্রামের শিমূলডাঙা এলাকায় প্রায় ১০ টি বাড়ি ভাঙচুর করে হাতির দল। বর্ষার সময় ঘড় ভাঙা অবস্থায় চরম বিপদের মুখে ওই পরিবার গুলো। কারন রাতে ফের হাতি হামলা চলাবে না তার নিশ্চিয়তা নেই।

হাতির হামলায় বাড়ীর মাথার ছাদ খুয়িয়ে প্রায় খোলা আকাশের নিচে ১০ টি পরিবার। ঘরে সমান্য খাবার ও নেই। হাতির হামলা অব্যাহত ঝাড়গ্রামে। আজ ভোরে হাতির হামলায় ঝাড়গ্রামের শিমূলডাঙা এলাকায় প্রায় ১০ টি বাড়ি ভাঙচুর করে হাতির দল। বর্ষার সময় ঘড় ভাঙা অবস্থায় চরম বিপদের মুখে ওই পরিবার গুলো। কারন রাতে ফের হাতি হামলা চলাবে না তার নিশ্চিয়তা নেই। হাতি তাড়ানো হুলাপর্টিও কর্মবিরতী পালন করায় হাতি তাড়ানোও যাচ্ছেনা। ফলে চরম সমস্যায় এলাকার মানুষ জন। ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল। মাঠেও সে রকম কিছু নেই। খাবারের সন্ধানে সাত সকালেই লোকালয়ে ঢুকে পড়লো দলমার দাঁতালের দল।একটা-দুটো নয়, ঘুম থেকে উঠে এতগুলো হাতিকে ঘরের দোরগড়ায় দেখে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ঝাড়গ্ৰাম ব্লকের বালিভাষা , মানিকপাড়া, সহ একাধিক এলাকায় তান্ডব চালায় দাঁতাল হাতির দলটি।ছোট বড় মিলিয়ে কমপক্ষে ৩০-৪০ টি হাতি রয়েছে ওই দলে। । স্থানীয় সূত্রে জানা গেছে রাতে ঘড় ভেঙে ভোরবেলা দাঁতালের দল খাবারের খোঁজে ঝাড়গ্রাম ব্লকের বেশ কিছু গ্ৰাম সন্নিহিত চাষের জমিতে তাণ্ডব চালায়। হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দাঁতালের দলটিকে কে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন। অবশেষে দাঁতালের দল জঙ্গলে প্রবেশ করে। প্রায় ২০ বিঘা চাষের জমিতে তছনছ করে দলটি। বনদফতর এর বিরুদ্ধে ক্ষোভ ক্রমশই বারছে গ্রামবাসী দের।