National Highway Toll: টোল ট্যাক্সের রশিদ থাকলেই পাবেন এই পরিষেবা

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jul 06, 2023 | 1:19 PM

Emergency Services: গাড়ি করে হাইওয়েতে যাওয়ার জন্য দিতে হয় টোল ট্যাক্স। অনেকে টোল ট্যাক্স দেওয়া হয়ে গেলে রশিদ ফেলে দেন। এই রশিদ আপনাকে নানা সমস্যা থেকে বাঁচাতে পারে।

গাড়ি করে হাইওয়েতে যাওয়ার জন্য দিতে হয় টোল ট্যাক্স। অনেকে টোল ট্যাক্স দেওয়া হয়ে গেলে রশিদ ফেলে দেন। এই রশিদ আপনাকে নানা সমস্যা থেকে বাঁচাতে পারে। রশিদের সামনে ও পেছনের দিকে ৪টি নম্বর পাবেন। সেই নম্বরগুলো হল অ্যাম্বুল্যান্স পরিষেবা,ক্রেন পরিষেবা, পেট্রোল পরিষেবা এবং হেল্পলাইন পরিষেবার জন্য। ন্যাশনাল হাইওয়ে অথরিটির হেল্পলাইন নম্বরটি হল ১০৩৩। ন্যাশনাল হাইওয়েতে কোনও সমস্যা হলে এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। ২৪ ঘণ্টা এই পরিষেবা পাওয়া যায়। ন্যাশনাল হাইওয়েতে কেউ অসুস্থ হলে,আপনি ফোন করতে পারবেন মেডিক্যাল এমার্জেন্সি নম্বরে। অ্যাম্বুল্যান্স সরবরাহকারী ফোন নম্বরটি হল ৮৫৭৭০৫১০০০ এবং ৭২৩৭৯৯৯৯১১। একবার ফোন করলেই অ্যাম্বুল্যান্স পৌঁছে যাবে আপনার কাছে। ন্যাশনাল হাইওয়েতে হঠাৎ জ্বালানি ফুরিয়ে গেলে, পেট্রোল পরিষেবা হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। আপনাকে দেওয়া হবে ৫ থেকে ১০ লিটার জ্বালানি। পেট্রোল পরিষেবা হেল্পলাইন নম্বরটি হল ৮৫৭৭০৫১০০০। আপনার কাছে টোলের রশিদ থাকলে,তবেই এই পরিষেবা পাবেন। টায়ার পাংচার হলেও টোলের রশিদ থাকলে, ন্যাশনাল হাইওয়েতে সুবিধা পাবেন।