Bengal Election 2021: তৃণমূল নেতার বাড়িতে EVM জমা, ‘ভুল’ স্বীকার সেক্টর অফিসারের

সৌরভ পাল |

Apr 06, 2021 | 11:19 AM

উলুবেড়িয়া উত্তরের তৃণমূল নেতা তপন সরকারের বাড়ি থেকে উদ্ধার চারটি ভিভিপ্যাড, চারটি ইভিএম যন্ত্র।

Follow Us

আজ বঙ্গভোট উৎসবের তৃতীয়া। তার আগেই উত্তপ্ত উলুবেড়িয়া। উলুবেড়িয়া উত্তরের তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার চারটি ভিভিপ্যাড সহ চারটি ইভিএম। বিক্ষোভের মুখে তুলসিবেড়িয়ার বিডিও।

ঘটনায় নির্বাচনী অফিসারের বক্তব্য, “এইসব মেশিন কখনই এভাবে আনতে পারি না, অন্যায় হয়েছে।” তা সত্ত্বেও কীভাবে দলীয় নেতার বাড়িতে যন্ত্র নিয়ে পৌঁছালেন তিনি? সে বিষয়ে রয়েছে ধোঁয়াশা। অন্যদিকে তৃণমূল নেতার বক্তব্য, “আমাকে ইভিএম মেশিন রাখতে দেওয়া হয়েছে।”

নির্বাচন কমিশনের নিয়ম অগ্রাহ্য করে কে এমন নির্দেশ দিল তৃণমূল নেতাকে, অজানা সে উত্তরও। এই বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=UfB7TCQiruU[/embedyt]

আজ বঙ্গভোট উৎসবের তৃতীয়া। তার আগেই উত্তপ্ত উলুবেড়িয়া। উলুবেড়িয়া উত্তরের তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার চারটি ভিভিপ্যাড সহ চারটি ইভিএম। বিক্ষোভের মুখে তুলসিবেড়িয়ার বিডিও।

ঘটনায় নির্বাচনী অফিসারের বক্তব্য, “এইসব মেশিন কখনই এভাবে আনতে পারি না, অন্যায় হয়েছে।” তা সত্ত্বেও কীভাবে দলীয় নেতার বাড়িতে যন্ত্র নিয়ে পৌঁছালেন তিনি? সে বিষয়ে রয়েছে ধোঁয়াশা। অন্যদিকে তৃণমূল নেতার বক্তব্য, “আমাকে ইভিএম মেশিন রাখতে দেওয়া হয়েছে।”

নির্বাচন কমিশনের নিয়ম অগ্রাহ্য করে কে এমন নির্দেশ দিল তৃণমূল নেতাকে, অজানা সে উত্তরও। এই বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=UfB7TCQiruU[/embedyt]

Next Video