Air Conditioners Exchange: পুরনো এসি বদলান, ছাড় পান প্রায় ৬ হাজার!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Mar 28, 2023 | 3:26 PM

Buy AC Online: ই-কমার্স প্ল্যাটফর্মটিতে একটি এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু করা হয়েছে, যেখানে আপনি আপনার পুরনো AC বদলে নিতে পারবেন। এই অফারে কাস্টমাররা তাঁদের অনেক দিন ধরে ব্যবহৃত AC সেরা দামে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

ই-কমার্স প্ল্যাটফর্মটিতে একটি এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু করা হয়েছে,যেখানে আপনি আপনার পুরনো AC বদলে নিতে পারবেন। এই অফারে কাস্টমাররা তাঁদের অনেক দিন ধরে ব্যবহৃত AC সেরা দামে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সমস্ত ধরনের এয়ার কন্ডিশনারের জন্য এই অফারটি লাগু হবে। যে কোনও কোম্পানির AC কিনুন না কেন, Flipkart-এর নতুন Exchange Offer-এ তা বদলে নিতে পারবেন। দেশে যে সমস্ত পিন কোডে ফ্লিপকার্ট তার পরিষেবা দিয়ে থাকে,সেই সব এলাকায় অফারটি কাজ করবে। Flipkart-এর এই নতুন প্রোগ্রামে আপনার পুরনো AC বদলানোর কাজটিও খুব সহজ। Flipkart-এ আপনার পুরনো AC বদলাবেন কীভাবে? যে এসি আপনি কিনতে চাইছেন,সেটি সার্চ করুন। তা করতে আপনাকে যেতে হবে ‘Exchange your old AC in 30 seconds’ অপশনে। আপনার পুরনো AC স্প্লিট নাকি উইন্ডো,তার ক্যাপাসিটি,ব্র্যান্ড সংক্রান্ত একাধিক প্রশ্ন করা হবে। সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে Confirm Exchange বাটনে ক্লিক করতে হবে। এবার Buy Now বাটনে ক্লিক করে পেমেন্ট অপশনে চলে যেতে হবে। একজন Flipkart টেকনিশিয়ান আপনার বাড়িতে আসবেন এবং আপনার পুরাতন এসিটি নিয়ে যাবেন। সেই এসি তিনি নিয়ে যাওয়ার আগে ভাল করে খতিয়ে দেখে নেবেন। নতুন AC ডেলিভার করা হবে। পুরনো এসির জন্য এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হচ্ছে ৪,০০০ টাকা বা ৫,৭০০ টাকা। কখনও আবার এক্সচেঞ্জ ইউনিটে ১,০০০ টাকার ছাড়ও দেওয়া হয়েছে।