Purulia News: ফুটবল ম্যাচে চলছিল মদ বিক্রি? খবর পেতেই…
অভিযানে গিয়ে জনরোষের মুখে পড়লেন আবগারি দফতরের আধিকারিক এবং কর্মীরা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পুরুলিয়ার ঝালদার মাঠারি-খামার অঞ্চলের উহাতু গ্রামের কাছে।
অভিযানে গিয়ে জনরোষের মুখে পড়লেন আবগারি দফতরের আধিকারিক এবং কর্মীরা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পুরুলিয়ার ঝালদার মাঠারি-খামার অঞ্চলের উহাতু গ্রামের কাছে। সেখানকার একটি ময়দানে একদিনের ১৬টি দলের একটি স্মৃতি ফুটবল খেলা চলছিল। গোপন সূত্রে আবগারি কর্তাদের কাছে খবর আসে সেখানে চোলাই মদ এবং নকল বিলিতি মদ বিক্রি হচ্ছে।
খবর পেয়ে দুটি চারচাকার গাড়ি নিয়ে সেখানে যান আধিকারিক এবং কর্মীরা। দফতরের সূত্রে জানা গিয়েছে ,অভিযানের আগে এনিয়ে মাইকে সতর্ক ও সচেতন করা শুরু করতেই কিছু লোকজন হটাৎ আক্রমণ করে মারধর শুরু করেন|ইঁট-পাথরও ছোঁড়া হয় বলে অভিযোগ |দুটি গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার পাশাপাশি কর্মীদের কয়েকজন জখম হয়েছেন বলে দাবি|আবগারি দফতরের ঝালদা সার্কেলের ওসি সন্তোষ সেনগুপ্ত বলেন,ঝালদা থানায় এনিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। উদ্ধার হয়েছে চোলাই মদ।