Most expensive Diamond Ring: ৫০ হাজার হিরের তৈরি মহার্ঘ আংটি, নাম তুলেছে গিনেস রেকর্ড বুকে

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 03, 2023 | 6:20 PM

৫০ হাজারেরও বেশি হিরে দিয়ে একটি আংটি গড়ে বিশ্বরেকর্ড করেছে মুম্বইয়ের একটি অলঙ্কার সংস্থা। পুনর্ব্যবহারযোগ্য সোনা এবং ৫০ হাজার ৯০৭টি হিরে দিয়ে বানানো ওই আংটি নাম তুলেছে গিনেস রেকর্ড বুকে।

৫০ হাজারেরও বেশি হিরে দিয়ে একটি আংটি গড়ে বিশ্বরেকর্ড করেছে মুম্বইয়ের একটি অলঙ্কার সংস্থা। পুনর্ব্যবহারযোগ্য সোনা এবং ৫০ হাজার ৯০৭টি হিরে দিয়ে বানানো ওই আংটি নাম তুলেছে গিনেস রেকর্ড বুকে। মহার্ঘ এই আংটির ওজন ৪৬০ গ্রাম ৫৫ মিলিগ্রাম। সূর্যমুখী ফুলের আদলে বানানো আংটির নাম দেওয়া হয়েছে ‘ইউটেরিয়া’। যার অর্থ ‘প্রকৃতিরই এক জন’। দুই দফায় মোট ১১ মাস সময় লেগেছে আংটি তৈরিতে । পালিশে লেগেছে চার মাস । ১১ মার্চ এই বিরল আংটির নকশা সম্পূর্ণ করে এইচকে ডিজাইন এবং হরি কৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড। যেন সূর্যমুখী ফুলের উপরে বসা একটি প্রজাপতি । হরি কৃষ্ণ এক্সপোর্টস জানাচ্ছে এই আংটির দাম ৬ কোটি ৪০ লক্ষ টাকা । গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বলছে, ১৮ ক্যারেট সোনায় প্রত্যেকটি পাপড়ি আলাদা ভাবে গড়া । প্রতিটি হিরক খণ্ড নিখুঁত ভাবে বসাতে ৯ মাস সময় লেগেছে । প্রজাপতির ডানা তৈরি করতে রেডিয়াম ব্যবহার হয়েছে। মোট আটটি খণ্ড জুড়ে বানানো হয়েছে এই আংটি। বর্তমানে গোটা পৃথিবীর মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু এটিই ।

Published on: May 03, 2023 06:20 PM