Old Age Savings: কোথায় টাকা জমালে বয়সকালে ভাল রিটার্ন পাবেন, জেনে নিন
অটল পেনশন যোজনা। এই সরকারি প্রকল্পে ১৮ বছর বয়স থেকে ৪০ বছরের আগে পর্যন্ত নিজের নাম রেজিস্টার করতে পারেন। ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে বিনিয়োগ করতে হবে। অবসর পরবর্তী সময়ে আপনি প্রতি মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন
ভবিষ্যতের জন্য প্রত্যেকেই কিছু না কিছু পরিকল্পনা করেন। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর বৃদ্ধ বয়সে কীভাবে চলবে? সকলেরই এ নিয়ে ভাবনা থাকে। ভবিষ্যতের জন্য সঞ্চয় অবসর জীবনকে সহজ করে তোলে । কিন্তু কোথায় টাকা বিনিয়োগ করবেন? কোথায় টাকা জমালে বয়সকালে ভাল রিটার্ন পাবেন? ভাল রিটার্ন সঙ্গে দুশ্চিন্তাও কম থাকবে। অটল পেনশন যোজনা। এই সরকারি প্রকল্পে ১৮ বছর বয়স থেকে ৪০ বছরের আগে পর্যন্ত নিজের নাম রেজিস্টার করতে পারেন। ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে বিনিয়োগ করতে হবে। অবসর পরবর্তী সময়ে আপনি প্রতি মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন। বয়সকালে যে পরিমাণ পেনশন চান, সেই হিসেবে প্রতি মাসে এই অ্যাকাউন্টে বিনিয়োগ করতে হবে। রেজিস্টার করার জন্য আপনাকে সেভিংস অ্যাকাউন্ট, আধার নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। বয়স্কদের জন্য একটি দারুণ স্কিম। যাঁদের বয়স ৬০ বছর বা তার থেকে বেশি, তাঁদের জন্য এই স্কিমটি খুব উপকারী। ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে কেউ ভলান্টিয়ারি রিটায়েরমেন্ট নিলে তার জন্যও এই প্রকল্পে সুবিধা আছে । সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটের তুলনায় এতে সুদের হার বেশ আকর্ষণীয়। এই অ্যাকাউন্টে সর্বনিম্ন ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত জমা করতে পারেন। ১ জানুয়ারি থেকে এই স্কিমে নতুন সুদের হার কার্যকর হয়েছে। বর্তমানে বিনিয়োগকারীরা এই স্কিমে ৮ শতাংশ হারে সুদ পাচ্ছেন। ত্রৈমাসিক ভিত্তিতে সুদ হিসেব হয় এই স্কিমে। ন্যাশনাল পেনশন স্কিম। ন্যাশনাল পেনশন স্কিমটি ট্যাক্স-ফ্রেন্ডলি । স্কিমটি একটি অনেক নিরাপদ একটি ভবিষ্যৎ পরিকল্পনা। কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনার টাকা ডুববে না। অবসরকালীন জীবন শান্তিতে ও আরামে কাটবে । এই স্কিমে একটি নির্দিষ্ট অঙ্কের পেনশন পাবেন। একটানা তিন বছর প্রিমিয়াম ভরার পর আপনি সেই টাকা তুলতে পারবেন ।