বড়বাজারে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন
বহুতলের ১৩ তলায় একটি অফিস ঘরে আগুন লেগেছে।
বড়বাজারে ফের অগ্নিকাণ্ড (Fire)। বড়বাজারের (Burrabazar) ১৪ নম্বর স্ট্যান্ড রোডের একটি বহুতলে আগুন লেগেছে। বহুতলের ১৩ তলায় একটি অফিস ঘরে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন। বাড়ানো হতে পারে ইঞ্জিনের সংখ্যা। হাইড্রোলিক র্যাডার নিয়ে ঘটনাস্থলে দমকল। বহুতলে আগুন লাগায়, প্রাথমিকভাবে সমস্যায় পড়তে হচ্ছিল দমকলকর্মীদের। কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। বহুতল খালি করে দেওয়া হয়েছে। দ্রুত যাতে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারে, তার জন্য বন্ধ করা হয় স্ট্যান্ড রোড। আপাতত হাওড়া গামী বাস, গাড়ি সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে এমজি রোড দিয়ে ঘোরানো হচ্ছে।