Birbhun News: পুজোর মুখে বেতন বন্ধ
পুজোর মুখেও বেতন বন্ধ। ১৮ মাস ধরে মিলছে না স্যালারি। অফিসে তালা বন্ধ করে বিক্ষোভ কর্মীদের। রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের অধীনে থাকা বীরভূমের বল্লভপুর ফিসারিস প্রজেক্ট দপ্তরের ঘটনা।
পুজোর মুখেও বেতন বন্ধ। ১৮ মাস ধরে মিলছে না স্যালারি। অফিসে তালা বন্ধ করে বিক্ষোভ কর্মীদের। রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের অধীনে থাকা বীরভূমের বল্লভপুর ফিসারিস প্রজেক্ট দপ্তরের ঘটনা। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের অধীনে থাকা বীরভূমের বল্লভপুর ফিসারিস প্রজেক্ট দপ্তর। শান্তিনিকেতন লাগোয়া ফিশারিজ দপ্তরে অস্থায়ীভাবে কর্মরত রয়েছেন প্রায় ৭৪ জন কর্মী। বিগত ১৮ মাস ধরে বেতন নেই। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর বেতন থেকে বঞ্চিত করে রেখেছে এই সমস্ত কর্মীদের।
হাতে মাত্র কয়েকটা দিন দুর্গাপূজোয়। অথচ দীর্ঘ ১৮ মাস ধরে কোন বেতনই দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে এবার সরকারি দপ্তরে তালা বন্ধ করে বিক্ষোভ কর্মীদের। বল্লভপুর ফিসারিস প্রজেক্ট এর অধীনে থাকা কর্মীদের দাবি, বিগত তিন বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের অধীনে থাকা ফিসারিস প্রজেক্ট চলছে। কিন্তু মৎস্য দপ্তরের এই প্রজেক্টে থাকা কর্মীরা দীর্ঘ আঠারো মাস ধরে বেতন পাচ্ছেন না।
খুব স্বাভাবিকভাবেই বাধ্য হয়ে তারা অফিসে তালা বন্ধ করে বিক্ষোভে নেমেছে। জেলাশাসন থেকে শুরু করে স্থানীয় মন্ত্রী। মৎস্য দপ্তরের সেক্রেটারি এবং মন্ত্রী কে জানিও কোন সুফল হয়নি।