Fisheries in Sundarban: ৫ বছরের বরফ কল, নষ্ট হল না ব্যবহারে!
গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সুন্দরবনের উপকূল এলাকার মৎস্যজীবীদের সুবিধার্থে সরকারিভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর সংলগ্ন একটি বরফ কল তৈরি করা হয়েছিল। তারপর কেটে গিয়েছে প্রায় পাঁচ বছরের বেশি সময়।
গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সুন্দরবনের উপকূল এলাকার মৎস্যজীবীদের সুবিধার্থে সরকারিভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর সংলগ্ন একটি বরফ কল তৈরি করা হয়েছিল। তারপর কেটে গিয়েছে প্রায় পাঁচ বছরের বেশি সময়। কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয়ে রাজ্য মৎস্য দপ্তরের তৈরি বরফ কলটি বছরের পর বছর বন্ধ হয়ে পড়ে থাকায় ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে বসেছে সমস্ত যন্ত্রাংশ। মৎস্যজীবীদের দাবি, ২০১৭ সালের শেষের দিকে বরফ কলটি চালুর কয়েক দিন পর আচমকা ছাদের একাংশ ভেঙে পড়ার পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল বরফ উৎপাদন। প্রত্যেকদিন এই কারখানা থেকে প্রায় ১ হাজার ব্লক বরফ তৈরি করার মত পরিকাঠামো ছিল।
মৎস্যজীবীদের অভিযোগ, এই মুহূর্তে মৎস্য বন্দরে একটি মাত্র ছোটো বরফ কল রয়েছে। যখন প্রচুর পরিমাণে মাছ আসে, তখন বরফের সংকট দেখা দেয়। পর্যাপ্ত বরফের অভাবে মাছ নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হতে হয় মৎস্যজীবী, ট্রলার মালিক থেকে মৎস্য ব্যবসায়ীদের। ফলে বারংবার মৎস্য দপ্তর থেকে প্রশাসনের সমস্ত দপ্তরে বরফ কারখানাটি চালুর আবেদন জানিয়েও কোন সদুত্তর মেলেনি। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারম্যান অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক বিজন মাইতি জানান, ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের উপরে নির্ভর করে সুন্দরবনের উপকূল এলাকার মৎস্যজীবীদের ট্রলার সহ ডায়মন্ড হারবার, নৈনান ও হাওড়ার সমস্ত ট্রলার।
বরফ কলটি চালুর কয়েকদিন পর আচমকা ছাদের একাংশ ভেঙে পড়ে তারপর থেকে পড়ে রয়েছে বরফ কলটি। মৎস্য দপ্তর প্রশাসনের সমস্ত স্তরে জানিয়ে মিলেছে প্রতিশ্রুতি। কিন্তু আজও কলটি চালু হল না। তবে দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালি মৎস্য দপ্তর ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত বরফ কলটি চালু করার আশ্বাস দিয়েছেন।