পিএফের টাকা পাবেন ATM থেকে, কবে থেকে?

|

Dec 18, 2025 | 3:41 PM

EPFO Withdrawal: প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) থেকে টাকা তোলা হয়ে যাচ্ছে আরও সহজ। এবার পিএফে (PF) জমা টাকার ৭৫ শতাংশই তুলে ফেলতে পারবেন, তাও আবার এটিএম (ATM) ও ইউপিআই(UPI)-র মাধ্যমে। দীর্ঘদিন ধরেই ইপিএফের টাকা তোলার পদ্ধতি সহজ করার বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল।

প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) থেকে টাকা তোলা হয়ে যাচ্ছে আরও সহজ। এবার পিএফে (PF) জমা টাকার ৭৫ শতাংশই তুলে ফেলতে পারবেন, তাও আবার এটিএম (ATM) ও ইউপিআই(UPI)-র মাধ্যমে। দীর্ঘদিন ধরেই ইপিএফের টাকা তোলার পদ্ধতি সহজ করার বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। গত বছর থেকেই শোনা যাচ্ছিল এটিএমের মাধ্যমে পিএফের টাকা তোলার ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান যে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে এটিএম থেকে পিএফের টাকা তোলার সুবিধা চালু হয়ে যাবে। গ্রাহকরা তাদের জমা অর্থের ৭৫ শতাংশ পর্যন্ত সরাসরি এটিএম ও ইউপিআই-র মাধ্যমে তুলে ফেলতে পারবেন। এতে নথিপত্র জমা দেওয়া এবং দীর্ঘ সময় অপেক্ষা করার ঝামেলা কমবে।