Jamaisathi 2023: জামাইষষ্ঠীতে বাজারে আগুন! আকাশছোঁয়া দাম সবজি থেকে ফলের
কী হবে জামাই বরণের? প্রশ্ন ছুটছে গলি থেকে রাজপথ; শহর থেকে শহরতলি হয়ে মফঃস্বলে। দাম বাড়ছে, ঘাম ছুটছে, নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। আদার দাম ঊর্ধ্বমুখী, ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা প্রতি পিস। কী অবস্থা বাকি শাক সবজির?
কী হবে জামাই বরণের? প্রশ্ন ছুটছে গলি থেকে রাজপথ; শহর থেকে শহরতলি হয়ে মফঃস্বলে। দাম বাড়ছে, ঘাম ছুটছে, নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। আদার দাম ঊর্ধ্বমুখী, ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা প্রতি পিস। কী অবস্থা বাকি শাক সবজির? মুরগির মাংস ২৫০ টাকা প্রতি কেজি আর খাসির মাংস বাজার ভেদে ৮৩০ থেকে ৮৫০ টাকা কিলো প্রতি। মাছের বাজারের কী অবস্থা? জামাইয়ের পাতে ভাপা ইলিশ বা চিংড়ি মাছের মালাইকারি দিতে কতটা নাভিশ্বাস উঠবে মধ্যবিত্তের? ট্যাংরা, তোপসে বা পাবদার দামও নাগালের বাইরে। ফল কিনতে গিয়েও বিফল বাঙালি। লিচু ১৫০ থেকে ১৫৫ কিলো প্রতি। আম, জাম, জামরুল, আনারস সব কিছুই যেন মহার্ঘ জামাইষষ্ঠীর বাজারে। তপন বাবু খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত। তার অভিজ্ঞতা দাম বাড়ার জন্য কমছে জামাই আদর। অনেকে আবার বাজার আর রান্নাবান্নার ঝঞ্ঝাট এড়াতে জামাই আদরের জন্য ভরসা রাখছেন হয় রেস্তোরাঁর খাবারে না হয় অনলাইন ফুড ডেলিভারিতে।