ফ্রিজ ছাড়াই ঠান্ডা জল এই বোতলে

ফ্রিজ ছাড়াই ঠান্ডা জল এই বোতলে

utsha hazra |

May 10, 2021 | 12:26 PM

গরমে যখন ওষ্ঠাগত প্রাণ, তখন চাহিদা বেড়েছে এই বোতলগুলোর। এই বোতলগুলোয় জল রাখলে ঘরের উষ্ণতাতেই পাওয়া যায় ঠাণ্ডা জল।

উত্তর ২৪ পরগনার দত্তপুকুর অঞ্চলে মৃৎশিল্পীরা তৈরি করছেন পোড়া মাটির বোতল। গরমে যখন ওষ্ঠাগত প্রাণ, তখন চাহিদা বেড়েছে এই বোতলগুলোর। কিছু বোতলের গায়ে আবার আছে নকশা করা। এই বোতলগুলোয় জল রাখলে ঘরের উষ্ণতাতেই পাওয়া যায় ঠাণ্ডা জল। তার ফলে এক দিকে যেমন বাঁচে ফ্রিজ চালানোর বিদ্যুৎ বিল, একই সঙ্গে কমানো যায় প্লাস্টিক বোতলের ফলে তৈরি হওয়া প্রাকৃতিক দূষণ। বর্তমানে খুব জনপ্রিয় হয়েছে এই বোতলগুলো। মাটির বোতলের জনপ্রিয়তা এখন রাজ্য ও দেশ ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে বিদেশেও। দেশের বিভিন্ন অঞ্চলে আর মার্কিন মুলুকেও ছড়িয়ে পড়ছে দত্তপুকুরের এই মাটির বোতল।

 

Published on: May 10, 2021 12:26 PM